মহাত্মা গান্ধীর প্রপৌত্র সতীশের মৃত্যু

ঠিকানা অনলাইন : ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষ মহাত্মা গান্ধীর প্রপৌত্র সতীশ ধুপেলিয়া আর নেই।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ নভেম্বর রোববার দক্ষিণ আফ্রিকায় মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর। সতীশের বোন উমা ধুপেলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন সতীশ। এরই মাঝে ধরা পড়ে করোনা। এরপরই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার।

ফেসবুকের এক পোস্টে উমা লেখেন, ‘‌আমার ভাই দীর্ঘ এক মাস‌ ধরে নিউমোনিয়ায় ভোগার পর প্রয়াত হয়েছে। চিকিৎসা চলাকালেই তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে৷ এর পরই হৃৎক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।‌’‌

সতীশ ধুপেলিয়া তার জীবনের বেশির ভাগ সময় মিডিয়া জগতে কাজ করেছেন। তিনি মূলত ভিডিওগ্রাফার ও ফটোগ্রাফার। এছাড়া গান্ধী ডেভেলপমেন্ট ট্রাস্টের সঙ্গেও যুক্ত ছিলেন।

দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরার সময় ছেলে মণিলাল গান্ধীকে রেখে গিয়েছিলেন মহাত্মা গান্ধী। মণিলালের তিন সন্তানের মধ্যে একজন ছিলেন সীতা ধৈর্যবালা গান্ধী। শশীকান্ত ধুপেলিয়াকে বিয়ের পর তিনি দক্ষিণ আফ্রিকার ডারবানে দীর্ঘদিন বসবাস করেন। সীতার তিন সন্তানের মধ্যে সতীশ একজন। তার জন্ম ১৯৫৪ সালে। উমা ছাড়াও ধুপেলিয়ার আরও এক বোন আছেন। তার নাম কীর্তি মেনন৷ কীর্তিও জোহানেসবার্গেই বসবাস করেন। মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত একাধিক প্রকল্পের সঙ্গে যুক্ত তিনি।

ঠিকানা/এনআই