মহিলা ফুটবলে র‌্যাংকিংয়ে নেই বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট : গত কয়েক বছরে বাংলাদেশের ফুটবলে উল্লেখ করার মতো যা কিছু আছে মহিলা ফুটবলেই। ২০১৬-১৭ মহিলা সাফের ফাইনালিস্ট তারা। ২০১৬ সালের মতো এবারো এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের গ্রুপ চ্যাম্পিয়ন। গত বছর তারা জয় করেছিল সাফ অনূর্ধ্ব-১৫ সাফের শিরোপা, যা এবার হারায় ভুটানের মাঠে। এখান বাংলাদেশ মহিলা দল অবস্থান করছে ভুটানে। সেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে সাফ অনূর্ধ্ব-১৮ আসরে। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট তারা। ডিসেম্বর পর্যন্ত মহিলা ফুটবলে আরো তিনটি আন্তর্জাতিক আসর। এরপরও ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে নেই বাংলাদেশের মহিলা ফুটবল। এত দিন তারা ১১২তে অবস্থান করলেও এখন তারা র‌্যাংকিংয়ের বাইরে। এবার সবচেয়ে বড় অবনমনের দল হিসেবে ১৭১-এ নেমে গেছে তারা। মহিলা ফুটবলের গত ২৮ সেপ্টেম্বর প্রকাশিত র‌্যাংকিংয়ের ১৪৭ দলের মধ্যে নেই বাংলাদেশ। র‌্যাংকিংয়ের বাইরে থাকা ৪৪ দলের মধ্যে ২৪তম লাল-সুবজ মহিলা দল। ৩৬ ধাপ অবনমন হয়েছে তাদের। ফিফা জানিয়েছে, ১৮ মাসেরও বেশি সময় বাংলাদেশে সিনিয়র মহিলা দল আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকায় র‌্যাংকিংয়ে এই দশা।