মাইনরিটি ও নারী উদ্যোক্তাদের দেড় মিলিয়ন ডলার দেবে সিটি

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক সিটির মাইনরিটি ও মহিলা মালিকের ব্যবসায় দেড় মিলিয়ন ডলার দেবে সিটি। সিটির অর্থনীতি পুনরুদ্ধারের জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস গত ২৬ জুলাই নিউইয়র্ক সিটি স্মল বিজনেস রিসোর্স নেটওয়ার্কে ১.৫ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেন। গত বছর শুরু হওয়া এই কর্মসূচি ইতিমধ্যে ১০ হাজারের বেশি ছোট ব্যবসাকে অনুদান ও ঋণ দিয়েছে। এর মধ্যে ৭৬ শতাংশ সংখ্যালঘু অথবা মহিলাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান। কোভিড-১৯ মহামারি থেকে পুনরুদ্ধার এবং পরিবর্তনশীল অর্থনীতির প্রয়োজন মেটাতে তাদের এই সহায়তা দেওয়া হয়। ২০২৩ সাল পর্যন্ত এই কর্মসূচির মেয়াদ বাড়ানো হয়েছে।