মাত্র ১১ হাজার

১৯৮৮ সালের সুপারহিট ছবি ‘কেয়ামত সে কেয়ামত তক’। এটি আমির খানের ক্যারিয়ারের প্রথম সুপারহিট ছবিও বটে। সে সময় পাঁচ কোটি রুপি আয় করেছিল ছবিটি। কিন্তু জানেন কি, ছবির জন্য মাত্র ১১ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন আমির ছবিটির ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে হাজির হয়ে স্মৃতির ঝাঁপি খুলে দেন আমির, ‘এই ছবি সফল হওয়ার পরও একটা গাড়ি কেনার পয়সা ছিল না আমার। গণপরিবহনে যাতায়াত করতে হতো। বেশির ভাগ লোকই আমাকে চিনতে পারত না। কেউ চিনে ফেললেই বিপদে পড়তাম। সবাই মিলে ঘিরে ধরত।’ তখন সামান্য পারিশ্রমিক পেলেও আমির খুশি তার স্বপ্ন সত্যি হওয়ায়, ‘ইন্ডাস্ট্রিতে আসার পর যে ধরনের ছবি করতে চাইতাম তাতে বেশির ভাগই রাজি ছিল না। আমি নিঃসঙ্গ শেরপার মতো একাই লড়ে গেছি। স্রোতের বিপরীতে সাঁতার কেটেছি। আজ যদি ‘জো জিতা ওহি সিকান্দার’ মুক্তি পেত তাহলে দুর্দান্ত ব্যবসা করত। সেটা এমন ধরনের ছবি, যা আজকালকার দর্শকরা পছন্দ করে। আমি যে ধরনের ছবি করতে চাইতাম তখন খুব কম নির্মাতাই করতে রাজি হতেন। আর এখন সে ধরনের ছবিই বলিউডের মূল ধারার ছবি।’