ঠিকানা অনলাইন : মাদারীপুরের শিবচরে হাইওয়ে এক্সপেসের রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হবার খবর পাওয়া গেছে। ১৯ মার্চ (রবিবার) সকাল ৮টার দিকে এ দুঘর্টানা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে ঢাকার উদ্দেশে আসার সময় ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যায়।
ঠিকানা/এম