মা’দের জন্য নাঈমা খানের ওয়ার্কশপ ৩০ মার্চ

নিউইয়র্ক : নিউইয়র্কে খানস টিউটোরিয়ালের চেয়ারপারসন ও জাতিসংঘের শুভেচ্ছা দূত নাঈমা খান মা’দের জন্য একটি শিক্ষা বিষয়ক ওয়ার্কশপের আয়োজন করছেন। আগামী ৩০ মার্চ জ্যাকসন হাইটসের খানস টিউটোরিয়ালের নতুন স্যাট ও রিজেন্ট ক্লাস কক্ষে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে পরিবার গুলোর বিশেষ করে ৭ থেকে ১২ গ্রেডের শিক্ষার্থীদের মা’দের শিক্ষার মাধ্যমে অনুপ্রাণিত করার লক্ষ্যে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। ওয়ার্কশপটি হবে ফ্রি। এতে থাকবেন বিশেষ অতিথি ও প্যানেলভুক্ত বক্তারা। বিশেষ করে দক্ষিণ এশীয় ও নতুন ইমিগ্রান্ট হয়ে আসা মায়েদের জন্য আয়োজিত এই ওযার্কশপে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে তাদের সন্তানদের তত্ত্বাবধানের বিষয়ে।

উল্লেখ্য, খানস টউিটোরিয়ালের নতুন স্যাট ও রিজেন্ট ক্লাস কক্ষটি জ্যাকসন হাইটস ৭৪ স্ট্রিটের প্যাটেল ব্রাদার্স ও তাজ রেস্টুরেন্টের দোতলায়। ৩০ মার্চ শনিবার বিকাল সাড়ে ৫ থেকে ৭ টা পর্যন্ত এই ওয়ার্কশপ চলবে। প্রেস বিজ্ঞপ্তি।