মাধুরীর প্রিয় নায়িকা

বাজিরাও মাস্তানির পর দীপিকা পাড়ুকোন আরেকটি ঐতিহাসিক পটভূমিকার ছবিতে অভিনয় করেছেন। এ ক্ষেত্রে তার দ্বিতীয় ছবিটি হলোপদ্মাবতী। বর্তমানে নানা বিতর্ক আর সমালোচনার মুখেপদ্মাবতী প্রদর্শন স্থগিত হয়ে আছে। ঐতিহাসিক পটভূমিকার সিনেমার জন্য দীপিকা বেশ মানানসই। এ ক্ষেত্রে তার মতো যোগ্য আর কেউ হতে পারে না। এ ধরনের সিনেমায় তার উপস্থিতি আগামীতেও থাকবে আশা করি। এমন মন্তব্য করেছেন সিনিয়র অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকার অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বলিউডের এক সময়ের শীর্ষ জনপ্রিয় এই অভিনেত্রী। দীপিকার অভিনয় তার ভীষণ পছন্দ, অকপটে স্বীকার করেছেন। এ ছাড়াও সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের অভিনয়ও তার দারুণ ভালো লাগে জানিয়েছেন মাধুরী। তার মতো একজন বলিউড কিংবদন্তি নায়িকার প্রিয় অভিনেত্রী হতে পেরে দীপিকা, প্রিয়াঙ্কা এবং আলিয়া উচ্ছ্বসিত হয়েছে। আজকাল তাদের মাধুরীর আশপাশে খুব দেখা যাচ্ছে বিভিন্ন পার্টি এবং ফাংশনে।