ঠিকানা ডেস্ক: সাউথ টেক্সাসে বর্ডার প্যাট্রোল এজেন্স এবং শেরিফের ডেপুটীদের হাত থেকে পালাতে গিয়ে বেসামাল বেগে ধাবমান একটি এসইউভি দুর্ঘটনা কবলিত হওয়ায় এবং ৫ জনের মৃত্যু ঘটায় ডালাসের ৫ ব্যক্তির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ দায়ের করা হয়েছে। দ্য ওয়েস্টার্ন টেক্সাস ডিস্ট্রিক্টের দ্য ইউএস এটর্নীর দপ্তর ২৪ জুন মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছে। তদন্তকারীগণ জানান যে দুর্ঘটনা কবলিত এসইউভিতে ১৪ জন আরোহী ছিল এবং চালক ঘন্টায় শতাধিক মাইল বেগে গাড়িটি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় যানবাহনটি বিগ ওয়েলসের নিকট হাইওয়ে ৮৫ তে উল্টে গিয়েছিল। আর যাত্রীদের প্রায় সকলেই গাড়ি থেকে নিচে ছিটকে পড়ে গিয়েছিল। দ্য বর্ডার প্যাট্রল কর্মকর্তাগণ জানান, এসইউভি বরাবর আরও ২টি যানবাহন চলছিল এবং যানগুলো নিষিদ্ধ কোন বস্তু বা ব্যক্তি পাচার করছে বলে একজন এজেন্টের সন্দেহ হয়। একজন বর্ডার প্রথম গাড়িটি এবং অপর একজন এজেন্ট দ্বিতীয় গাড়িটি থামান ও বহুসংখ্যক অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেন। এজেন্টদের বাধা সত্ত্বেও তৃতীয় গাড়িটি দ্রুত পালানোর চেষ্টা করায় একজন ডেপুটি যানটির পিছু ধাওয়া করে। আর শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় ও যাত্রীদের সকলেই গাড়ি থেকে সিটকে পড়ে।
প্রসেকিউটরগণ দাবি করেন যে ২ ডজনাধিক ব্যক্তি এ ধরনের জঘণ্য মানব পাচারের সাথে জড়িত। ডিমিট কাউন্টি শেরিফ ম্যারিয়ন বয়ড জানান, দুর্ঘটনা স্থলেই ৪ জনের ভবলীলা সাঙ্গ হয়েছে এবং অপর এক ব্যক্তি হাসপাতালে মারা গেছে। বয়ড আরও জানান যে সম্ভবত যাত্রীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের কোন বৈধতা ছিলনা। তবে গাড়ির চালক এবং অপর এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক। অবৈধ অনুপ্রবেশকারীদের প্রবেশ ঠেকাতে ট্রাম্প প্রশাসন জিরো টলারেন্স নীতিমালা প্রণয়ন ও পদক্ষেপ গ্রহণের পর সীমান্তে সাঁড়াশি অভিযান চলছে এবং গত ৬ সপ্তাহে ২ সহস্রাধিক ছেলে-মেয়েকে অবৈধ অনুপ্রবেশকারীদের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছে।