মানুষই আনবে ভোর

শরীফ হাসান :

সাত আসমান থেকে নেমে আসা কোনো ফেরেশতা নয়
নয় কৈলাশ, অলিম্পাস থেকে উড়ে আসা কোনো দেবদূত
আমি চাই একজন মানুষ এসে আমায় বলুক,
ভয় নেই, এ দুঃসময় কেটে যাবে।

আমি চাই একজন মানুষ
যার হৃদয় যিশুর সরলতায় পূর্ণ
মুহাম্মদের মহানুভবতায় উদ্ভাসিত
বুদ্ধের মতো নির্বাণ শুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের প্রেমজাত।

হতে পারে সে মাওরি কিংবা রেড ইন্ডিয়ান
দ্রাবিড়, আর্য অথবা যেকোনো সংকর
সাদা, কালো, বাদামি, নারী, পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গের একজন
চাই শুধুই প্রকৃতির সন্তান।

একজন মানুষ আসবেই
অভয়ের হাসি হেসে বলবে, ভোর হবে,
মানুষ ছিল, মানুষ আছে, মানুষ থাকবে
মানুষই আনবে ভোর।