আবদুল বাতেন :
মানুষ ভালো নেই। মানুষের মুখে হাসির জোছনাধারা নেই।
কথামালায় সুখের সৌরভ নেই, অন্তরে প্রেমপদ্ম নেই।
মানুষের নয়নে নিভৃতে স্বপ্নসুন্দরের বদলে আগুনের আধিপত্য
দাউদাউ আগুন! দুশ্চিন্তা চিতার দংশন, মগজে মগডালে।
নির্মল নিশিকে এখন কড়া পাহারায় রাখে অনিদ্রা অজগর
করে কিলবিল মানুষের বিছানায় রক্তখোর সহস্র ছারপোকা।
মানুষ আসলে ভালো নেই। মানুষের বুকে আশার রংধনুও নেই।
বাসনা বিহঙ্গের চঞ্চলতা নেই, টালমাটাল যৌবনের উন্মাদনা নেই।
আমাদের রক্তে অভাববোধের রাক্ষস, চাই চাইÑচাহিদার মুহুর্মুহু মিছিল
চোয়ালে মহাবিশ্ব চিবিয়ে খাওয়ার খায়েশ কারো কারো।
মানুষ আজকালে আঁতকে উঠে সামান্য ঝিমুনিতেও, অনিরাপত্তায়
সমস্বরে ডুকরে কেঁদে ওঠে ঝাঁকুনিতেও, বড় অনিশ্চয়তায়।
মানুষের ভালো থাকা উবে গেছে, করোনা-যুদ্ধে, খরা-বন্যার বিলাসিতায়
রাজনীতির নোংরামিতে, শিকড় অব্দি শোষণে ও দুঃশাসন দহনে।
তাই রূপসীর গালে টোলে আবেদনের ঢেউ নেই, নরম নীলিমামাখা দৃষ্টি নেই
স্বস্তিসিম্ফনির সুবাতাস নেই এখন মানুষের চারপাশে।
সম্পর্কের সুদৃঢ় সেতু নেই, মরমে বিশ্বাসের বটবৃক্ষ নেই।
কোথ্থাও শুভ্র পায়রা নেই, এক টুকরো শান্তির।
মরে গেছে আমাদের বাসনা বাতিঘর, আকাক্সক্ষার রোদেলা আদর
স্বপ্নপালে হাওয়া নেই, কারো কোনো দিকে।
শুধু কি মানুষ ভালো নেই?
কীটপতঙ্গও আরামের হারেমে নেই, গাছপালাও শান্তি সংগমে নেই।
রাস্তার ধূলিকণাও অসুখে-অস্থিরতায়-অনিদ্রায় ধুঁকছে
খসা পালক-পাতাও দুঃস্বপ্নে ভুগছে আর থেকে থেকে ফুঁসছে।