আহম্মদ হোসেন বাবু :
মানুষ আমি-
তোমার মতো আমারও তো খারাপ কিছু আছে
তোমার মতো আমারও তো ভালোবাসার আছে।
তোমার মতো করে তোমাকে চেয়েছি শুধু
তোমার মতো করে হারিয়ে খুঁজেছি শুধু।
আমি মানুষ-
আমার আর কোনো চিন্তা নেই তোমাকে ছাড়া
আমার কোনো বাসনা নেই তোমার প্রেম ছাড়া।
ঘরে-বাইরে আকাশে-মেঘে, তুমি দাঁড়িয়ে!
কাঁপে আয়না কাঁদে ময়না, কাঁধে জড়িয়ে!
মানুষ আমি-
বিরহী ঠোঁটে অমৃত স্বাদ পেতে মরিয়া হৃদি
উতলা প্রাণে উন্মাদনা, প্রবাহিত শোকনদী।
নোঙর নেই রক্ষা নেই জানি গো জানি
তোমাকে আজ আমি ভাগ্য বলেই মানি।
মানুষ আমি-
আমি হাঁটতে থাকি কেবলই তোমার পথে পথে
বুকে কান্না মানে না মানা, তবু চলেছি রথে।
কথা সাজাই কথা হারাই, হলেই দেখা!
মানুষ মানেÑমানিয়ে নেয়, কষ্ট লেখা!