ঠিকানা রিপোর্ট: জনপ্রিয় ও বিশেষায়িত স্কুল ও কলেজ এডমিশন পরীক্ষার জন্য কমিউনিটিতে খ্যাতি অর্জন করা মামুন টিউটোরিয়াল ৪০,০০০ ডলারের স্কলারশিপ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সামার প্রোগ্রামের জন্য। এই সামারে এসএইচএসএটি- স্পেশালাইজড হাইস্কুল পরীক্ষা প্রস্তুতির জন্য এবং এসএটি -স্যাট পরীক্ষা প্রস্তুতির জন্য আগামী ২৩ জুন শনিবার ব্রঙ্কস ব্রাঞ্চের (১৫০৪ ওলমস্টিড এভিনিউ , ব্রঙ্কস,) সকাল ১০টা থেকে- ২টা পর্যন্তÍ স্যাট মডেল টেস্ট দেয়া হবে। এবং সেখান থেকে হায়েস্ট মার্ক এবং পিতামাতার আর্থিক অবস্থা বিবেচনা করে এর মাধ্যমে বাচ্চাদের সিলেক্ট করা হবে। একই দিনে শনিবার জুন ২৩, স্যাট ছেলে মেয়েদের বাছাই করার জন্য তাদের পরীক্ষা নেয়া হবে বিকেল ২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। কুইন্স এর এসএইচএসএটি ও স্যাট বাচ্চাদের সিলেক্ট করার জন্য জুন, ২৪ রোববার ২টা থেকে ৬.০০টা পর্যন্ত ডায়গোনিস্টিক পরীক্ষা নেওয়া হবে। এবং সেখান থেকে বাচ্চাদের সিলেক্ট করা হবে। বিস্তারিত জানার জন্য মি. মামুনের সঙ্গে যোগাযোগ করতে হবে। যারা এই প্রোগ্রামে সিলেক্ট হবেন তাদের সামার প্রোগ্রাম শুরু হবে জুন ৩০ তারিখ থেকে। এখানে উল্লেখ যে, প্রতিটি সেশন ৪ ঘন্টা করে।
মামুন টিউটোরিয়াল ইতোমধ্যে তাদের স্কলারশিপ ঘোষণা করেছে। ৪০ হাজার ডলারের স্কলারশিপ দুইভাগে ভাগ করা হয়েছে। একটি স্পেশালাইজড হাইস্কুলের পরীক্ষার জন্য, আর একটি কলেজ পরীক্ষা জন্য। এরমধ্যে ৪টি প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ, এতে ২৫ ফ্রি সেশন থাকবে, ৮টি এক্সিকিউটিভ স্কলারশিপ থাকবে ১৫টি ফ্রি সেশন, ৮টি ডাইরেক্টর স্কলারশিপ এতে থাকবে ১০টি ফ্রি সেশনস। কলেজ পরীক্ষার জন্য স্যাট অ্যাওয়ার্ড রয়েছে এরমধ্যে ৪টি প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ, এতে ২০ ফ্রি সেশন থাকবে, ৮টি এক্সিকিউটিভ স্কলারশিপ থাকবে ১৫টি ফ্রি সেশন, ৮টি ডাইরেক্টর স্কলারশিপ এতে থাকবে ১০টি ফ্রি সেশনস। পরীক্ষার সময়সূচীর মধ্যে রয়েছে ব্রঙ্কস ব্রাঞ্চ শনিবার জুন ২৩, ২০১৮, এসএইচএসএটি কোয়ালিফাইং টেস্ট বিগিনস প্রমপটলি অ্যাট সকাল ১০টা আর শেষ হবে বেলা ২টায়। আর এসএটি স্যাট কোয়ালিফাইং টেস্ট বিগিনস প্রম্পটলি এট বেলা ২টা এবং শেষ হবে সন্ধ্যা ছয়টায়। কুইন্স ব্রাঞ্চের পরীক্ষা হবে রোববার জুন ২৪,২০১৮ এসএইচএসএটি এ্যান্ড স্যাট কোয়ালিফাইং টেস্ট শুরু হবে বেলা ২টায় আর শেষ হবে সন্ধ্যা ছয়টায়। এই ব্যাপারে শেখ আল মামুনের সঙ্গে সকলকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিস্তারিত জানা যাবে ৯১৭-৫৬১-১০৯০ নম্বরে।