মামুন’স টিউটোরিয়ালে স্পেশালাইজড্ স্কুলে ভর্তি বিষয়ক সমাবেশ

নিউইয়র্ক : স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে সমাবেশ করেছে নিউইয়র্কে বাঙালি কমিউনিটির অন্যতম সেরা টিউটোরিং সেন্টার মামুন’স টিউটোরিয়াল। গত ১২ মে, শনিবার, সন্ধ্যা ৭ টায় মামুন’স টিউটোরিয়ালের স্টার্লিং-বাংলাবাজার এভিনিউর ব্রঙ্কস শাখায় এ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন প্রতিষ্ঠানটির কর্ণধার শেখ আল মামুন এবং সিনিয়ার শিক্ষক মি. স্কট। স্পেশালাইজড্ স্কুলে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের জন্য এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জানান হয়, প্রতি বছর সিটির ৮টি স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তির জন্য প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাত্র ৫ হাজার ছাত্র-ছাত্রী তুমুল প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে ভর্তির সুযোগ পায়। এর মধ্যে বিপুল সংখ্যক বাঙালি ছাত্র-ছাত্রী বিভিন্ন স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। যার উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী মামুন’স টিউটোরিয়ালের।
মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, নিউইয়র্কের স্পেশালাইড্ হাই স্কুলে নিজ সন্তানকে পড়ানোর স্বপ্ন সব বাবা-মা’রই। আর তাদের এ স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হিসেবে অবিরাম কাজ করে যাচ্ছে মামুন’স টিউটোরিয়াল। এ উপলক্ষে আগামী জুলাই-আগস্টে সামার ভেকেশানে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সামার প্রোগ্রামে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা এ ক্ষেত্রে অনেক ভালো ফল করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।
এ সময় ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শেখ আল মামুন এবং সিনিয়ার শিক্ষক মি. স্কট। স্পেশালাইজড্ হাই স্কুলে ইতোপূর্বে চান্স পাওয়া শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।
সমাবেশে হাই স্কুল ম্যাথ টিচার শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়ালের আন্তরিক প্রচেষ্টায় অগণিত ছাত্রছাত্রী স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামিদামি হাই স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। তার এ প্রতিষ্ঠান থেকে কোচিং করে অসংখ্য শিক্ষার্থী সিটির স্পেশালাইজড্ হাই স্কুল ছাড়াও এসএটিতে ভালো স্কোর করে ভালো কলেজ-ইউনিভার্সিটিতেও ভর্তি হয়েছে।


আগামীতে মামুন’স টিউটোরিয়াল থেকে যাতে আরো বেশিসংখ্যক শিক্ষার্থী স্পেশালইজড্ স্কুলসহ ভালো ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে পাওে, সে জন্য নানামুখি পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান প্রিন্সিপাল শেখ আল মামুন।
তিনি জানান, পরীক্ষায় ভালো ফল করতে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশুনা, হোমওয়ার্ক করার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হয়। ছাত্র-ছাত্রীদের পরামর্শ দেন কঠোর পরিশ্রমী হবার।
তিনি বলেন, ভর্তি পরীক্ষার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি সেকেন্ড সময়কে কাজে লাগাতে হয় হিসেব করে। অনেক ছাত্র-ছাত্রীর সব কিছু জানা থাকার পরও পরীক্ষায় সময় মতো উত্তর দিতে না পারায় কাঙ্খিত ফল থেকে বঞ্চিত হয়।
সমাবেশে শেখ আল মামুন জানান, স্পেশালাইজড্ হাই স্কুলের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের মার্ক অর্জন করতে বিশেষ কৌশল অবলম্বন করতে হয়। এ জন্য বাড়িতে প্রতিদিন একটি করে টেস্ট নিতে হবে।
তিনি বলেন, আমরা আগে প্রতি সপ্তাহে একবার টেস্ট নিতাম। কিন্তু এবার সামারে আমরা তিনটি করে টেস্ট নেবো। শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক সবাই মিলে চেষ্টা করলে সাফল্য আসবেই ইনশাল্লাহ।
তিনি জানান, ভালো ফলের জন্য সামার প্রোগ্রাম তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সামার উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মামুন’স টিউটোরিয়ালে সামার প্রোগ্রামে যাতে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পেতে পাওে, সেজন্য ব্রঙ্কস ও জ্যাকসন হাইটস- দুটি শাখায়ই বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান মামুন। ভর্তির ক্ষেত্রে স্বল্প আয়ের অভিভাবকদের জন্য বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। ভর্তিসহ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে শেখ আল মামুন তার সাথে সরাসরি যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি।