
হবিগঞ্জ : ১৪ ফেব্রুয়ারি মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলেন শায়েস্তাগঞ্জের বিশাউড়ার শিরিন আক্তার। জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি রাত ১১টায় ওই ছাত্রীর মা জাহানারা ইন্তেকাল করেন। এ অবস্থায় মোজাহার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শিরিনের ছিল গত ১৩ ফেব্রুয়ারি পদার্থবিজ্ঞান পরীক্ষা।
মায়ের মৃত্যুতে বিমর্ষ এই সন্তান সারারাত না ঘুমিয়ে চোখের জল নিয়ে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে আসে শিরিন। পরীক্ষা শুরু হলে তার এক হাতে ছিল প্রশ্ন অন্য হাতে কলম। চোখ দিয়ে পড়ছিল অঝরে পানি। সহপাঠী আর শিক্ষকদের সান্তনা ও সাহসে শিরিন পরীক্ষা দেয়। মোজাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন জানান, শিরিন ছিল এই স্কুলের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী।
তার মায়ের মৃত্যুতে শিরিন যে এমনভাবে পরীক্ষা দিতে সাহস করেছে তা পরীক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।