ঠিকানা রিপোর্ট: মারিজুয়ানাকে বৈধতা দেয়ার সপক্ষে জনমত অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় পরিচালিত এক জনজরিপ প্রতিবেদন থেকে ৫ মে জানা যায় যে নিউইয়র্কের ভোটারদের ৬৩% ব্যক্তিগত কাজে সামান্য পরিমাণ মারিজুয়ানা প্রাপ্তবয়স্কদের দখলে থাকাকে অনুমোদন দিয়েছে।
প্রতিবেদন অনুসারে শুধুমাত্র ৩২% ভোটার মারিজুয়ানার বৈধতাদানের বিরোধিতা করেছে। কুইনিপিয়াক পল সহকারি পরিচালক পিটার ব্রাউনের ভাষ্যানুসারে, তথাকথিত রিক্রিয়েশনাল (বিনোদনমূলক) মারিজুয়ানার বৈধতার সপক্ষে ইতোপূর্বে কখনও এত ব্যাপক সাড়া পাওয়া যায়নি। এর আগে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ৫৭% ভোটদাতা মারিজুয়ানার বৈধতা সপক্ষে মতামত দিয়েছিলেন।
জরিপ প্রতিবেদন অনুসারে ৬২% ভোটারের বিশ্বাস যে মারিজুয়ানা সেবনকারী একজন শ্বেতাঙ্গের তুলনায় একজন কৃষ্ণাঙ্গের গ্রেপ্তার হওয়ার আশঙ্কা ঢের বেশি। গভর্নর পদের নির্বাচনে মারিজুয়ানার বৈধতার বিষয়টি অন্যতম নির্বাচনী ইস্যুতে পরিণত হয়েছে। ডেমক্র্যাটিক দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রী সিন্থিয়া নিক্সন মারিজুয়ানার বৈধতার প্রতি জোরালো সমর্থন দিয়ে যাচ্ছেন। অন্যদিকে গভর্নর ক্যুমো যুক্তি দেখান যে মারিজুয়ানাকে বৈধতা দেয়া হলে রাজস্ব আয় বাড়বে এবং সংখ্যালঘুদের গণহারে কারাগারে প্রেরণ সমস্যার সমাধানেও সহায়তা হবে। গোড়ার দিকে ক্যুমো মারিজুয়ানার বৈধতা দানের বিরোধিতা করলে চলতি বছরের জানুয়ারি বিষয়টি স্বাস্থ্য বিভাগের এক্তিয়ারে ছেড়ে দেন।
জরিপ প্রতিবেদন অনুসারে, ভয়ানকভাবে অসুস্থ ও অসহনীয় যন্ত্রণাকাতর রোগীদের জীবনের ইতি ঘটানোর জন্য আইনসম্মতভাবে প্রাণঘাতি ড্রাগ প্রেসক্রাইব করার ক্ষমতা চিকিৎসকদের প্রদানের সপক্ষে ৬৩% ভোটার মতামত দিয়েছেন। মাত্র ২৯% ভোটার ফিজিসিয়ান-অ্যাসিস্টেড সুইসাইডের বিরোধিতা করেছেন।