
ঠিকানা ডেস্ক : তালেবানের শীর্ষ নেতা মোল্লা মোহাম্মদ ওমর আফগানিস্তানে জাবুলে অবস্থিত মার্কিন সেনাদের ঘাঁটি থেকে মাত্র তিন মাইল দূরে বসবাস করতেন। এক-দুদিন নয় ১২ বছর অর্থাৎ ২০১৩ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই লুকিয়ে ছিলেন। আর তার মৃত্যুও হয়েছে স্বাভাবিক।
নেদারল্যান্ডসের অনুসন্ধানী সাংবাদিক বেট্টে ড্যামের ‘সার্চিং ফর এন এনিমি’ বইয়ে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
বইটি গত ফেব্রুয়ারি মাসে ডাচ ভাষায় প্রকাশিত হয় আর কিছু দিনের মধ্যে ইংরেজি ভাষায় বাজারে আসবে। এক সময় মোল্লা ওমরকে ধরিয়ে দিতে এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। অথচ তাদের নাকের ডগাতেই বসবাস করতেন তিনি। একবার মার্কিন বাহিনী ওমরের বাড়িতে তল্লাশি চালায় কিন্তু গোপন কুঠুরি না খোলায় সে যাত্রায় বেঁচে যান তিনি।
বইটি লিখতে পাঁচ বছর গবেষণা করেছেন ড্যাম। তিনি মোল্লা ওমরের দেহরক্ষী জাব্বার ওমারির সঙ্গে কথা বলতে সক্ষম হন। ড্যাম লিখেছেন, ওমর প্রতিদিন বিবিসির পশতু ভাষার খবর শুনতেন। পরিবারের কারও সঙ্গে দেখা করতেন না। কিন্তু সাংকেতিক ভাষায় দিনপঞ্জি লিখতেন। বিবিসি।