মার্কিন ট্যুরিস্ট ভিসা চেয়ে বলসোনারোর আবেদন

ঠিকান অনলাইন : ছয় মাসের মার্কিন ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ব্রাজিলের সাবেক এই প্রেসিডেন্টের আইনজীবী এ তথ্য জানিয়েছেন। আজ মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট এমন এক সময়ে যুক্তরাষ্ট্রে থাকার পরিকল্পনা সামনে আনলেন যখন মার্কিন অভিবাসন কর্মকর্তারা তার ভিসা প্রক্রিয়ার কাজ চালাচ্ছেন।

চলতি বছরের জানুয়ারির শুরুতে বলসোনারোর হাজার হাজার সমর্থক দেশটির কংগ্রেস, প্রেসিডেন্ট প্যালেস এবং সুপ্রিম কোর্টে নজিরবিহীন হামলা চালায়। এই নিয়ে দেশটিতে তার বিরুদ্ধে তদন্তও চলছে। তবে এই হামলার ঘটনায় ‘দুঃখ’ প্রকাশ করেছেন তিনি। সেইসঙ্গে দাবি করেছেন, এই সহিংসতার পেছনে তার নিজের কোনও ভূমিকা নেই। বলসোনারোর আইনজীবী ফেলিপ আলেকজান্দ্রে বিবিসিকে বলেছেন, ব্রাজিলের সাবেক এই প্রেসিডেন্ট ‘নিজের জীবনের ৩৪ বছর জনসেবায় উৎসর্গ করেছেন’। এখন ‘কিছু সময়ের জন্য অবসর নিতে চান’ তিনি।

যদিও সাবেক এই ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট গত বছরের ৩০ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতেই অবস্থান করছেন। গত বছরের অক্টোবরের নির্বাচনে পরাজয়ের পর বারবারই সেই ফলাফল মেনে নিতে অস্বীকার করেছেন বলসোনারো। এরপরে জানুয়ারি মাসের শুরুর দিকে ব্রাজিলের নতুন সরকারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিবর্তে দেশত্যাগ করে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন।

ঠিকানা/এম