ঠিকানা অনলাইন : কৃষ্ণসাগরের আকাশে মার্কিন গোয়েন্দা ড্রোন ধ্বংস করা দুই যুদ্ধবিমানের পাইলটদের পুরস্কৃত করেছে রাশিয়া। দুই পাইলটকে রাশিয়ার রাষ্ট্রীয় পদক দেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদেরকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিল। তাতে জানানো হয়, মস্কোর নির্ধারিত আন্তর্জাতিক আকাশসীমা বিধিনিষেধ লঙ্ঘন করা থেকে একটি মার্কিন ড্রোনকে প্রতিহত করার কারণে এসব পাইলটকে পুরস্কৃত করা হবে।
এক প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, ১৭ মার্চ (শুক্রবার) ওই পাইলটদের হাতে পুরস্কার দেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু। তিনি ওই দুই পাইলটের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় রাজনৈতিক বিশ্লেষক সের্গেই মারকভ বলেন, ‘পাইলটদের এভাবে পুরস্কৃত করার অর্থ হচ্ছে- রাশিয়া কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোন ধ্বংস অব্যাহত রাখবে।’
গত ১৪ মার্চ রাতে কৃষ্ণসাগরের আকাশসীমায় রাশিয়ার একটি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ধ্বংস করে। পরে সেটি কৃষ্ণসাগরে পতিত হয়। এ নিয়ে উত্তেজনা চলছে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে।
ঠিকানা/এম