মার্কিন নাগরিকত্ব চাইছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : গণবিক্ষোভের মুখে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য গ্রিন কার্ড পেতে তৎপরতা শুরু করেছেন। সেখানে স্ত্রী-পুত্র নিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চান তিনি, এমন খবর জানিয়েছে শ্রীলঙ্কাভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিরর।

জুলাই মাস থেকেই যুক্তরাষ্ট্রে তার আইনজীবীরা গ্রিন কার্ডের জন্য আবেদন-প্রক্রিয়া শুরু করেন বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।

এদিকে গোটাবায়ার স্ত্রী আইয়োমা রাজাপাকসে মার্কিন নাগরিক। স্ত্রীর সূত্রে মার্কিন নাগরিকত্বের আবেদন করার বৈধতা রয়েছে তার। প্রক্রিয়াটি এগিয়ে নিতে কলম্বোয় তার আইনজীবীরা প্রয়োজনীয় নথি গোছাতে কাজ করছেন।

গোটাবায়া বর্তমানে সস্ত্রীক থাইল্যান্ডের একটি হোটেলে অবস্থান করছেন। ২৫ আগস্ট তিনি শ্রীলঙ্কা ফিরবেন বলে জানা গেছে।

এর আগে তিনি থাইল্যান্ডে নভেম্বর মাস পর্যন্ত থাকার পরিকল্পনা করেছিলেন। তবে সে পরিকল্পনা বাতিল করেছেন তিনি।

সূত্র বলেছে, দুই দিন আগে আইনজীবীদের সঙ্গে আলোচনার পর এ মাসের শেষ দিকে শ্রীলঙ্কা ফিরে আসার সিদ্ধান্ত নেন গোটাবায়া। প্রাথমিকভাবে তিনি থাইল্যান্ডে মুক্তভাবে ঘোরার আশা করেছিলেন। কিন্তু নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে থাইল্যান্ড সরকার তাকে বাইরে যেতে নিষেধ করেছে। এ ছাড়া তার নিরাপত্তার জন্য থাইল্যান্ডের স্পেশাল ব্রাঞ্চ ব্যুরোর নিরাপত্তা কর্মকর্তারা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন। দেশটির সরকারি কর্মকর্তারা গোটাবায়াকে হোটেলের মধ্যেই থাকতে নির্দেশ দিয়েছেন। প্রতিশ্রুতিমতো স্বাধীনতা না পেয়ে গোটাবায়া তার পরিকল্পনা বদল করছেন বলে মনে করা হচ্ছে।

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কায় ফিরলে গোটাবায়াকে সরকারি বাসভবন ও নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করবে রনিল বিক্রমাসিংহের মন্ত্রিসভা। গত মাসে তীব্র বিক্ষোভের মুখে রাজাপাকসে দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপ যান। সেখান থেকে পরে তিনি মেডিকেল ভিসা নিয়ে সিঙ্গাপুরে যান। দুবার তার ভিসার মেয়াদ বাড়ানো হয়। এরপর সিঙ্গাপুর আর তার ভিসার মেয়াদ না বাড়ানোয় সস্ত্রীক থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেন তিনি। তৃতীয় কোনো গন্তব্য নির্ধারণ না করা পর্যন্ত সেখানে তার থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।

ঠিকানা/এনআই