ঠিকানা অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে ৫০ ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন। এ অবস্থায় চারটি রাজ্যে ভোট গণনা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শ্বাসরুদ্ধকর এ নির্বাচনের ফল কি শেষ পর্যন্ত আদালতেই গড়াবে – এ প্রশ্ন এখন সারা বিশ্ববাসীর। ইতিমধ্যে নির্বাচনে প্রতারণার অভিযোগ তুলে মামলা করেছেন ট্রাম্প। তিনি ভোট পুনর্গণনার আহ্বান জানাচ্ছেন।
দুই দিন আগে নির্বাচন শেষ হলেও এখন পর্যন্ত তার ফল নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
আইন বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নির্বাচনে যে ফল জানা গেছে, তা একাধারে ঠিক, আবার ঠিক নয়। যখন তথ্যে কোনো প্রার্থীর এগিয়ে থাকা দেখা যায়, তখন মার্কিন গণমাধ্যমগুলোতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
ভোটের পরদিন সকাল থেকে এ ধারা চলতে দেখা যায়। কিন্তু এগুলো আনুষ্ঠানিক বা চূড়ান্ত ফল নয়। এগুলো পূর্বাভাস। চূড়ান্ত ফল আসতে কয়েক দিন পর্যন্ত লেগে যায়।
এ বছর ব্যাপকভাবে ডাকযোগে ভোট আসায় গণনার ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে। মূল ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোতে নির্বাচনের আগে এসব ভোট গণনার অনুমতি নেই।
তাই নির্বাচনের পরই এসব ভোট গণনা করতে হয়। এসব ভোট গণনায় সময় লাগে বেশি।
৩ নভেম্বর মার্কিন নির্বাচনের আগেই ৪৪ অঙ্গরাজ্যে পোস্টাল ভোট ও আগাম ভোট নিয়ে ৩০০ মামলা হয়েছে। ব্যালট পোস্ট করার ও গ্রহণের সময়সীমার মতো বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এসব মামলা হয়েছে।
তাই বিশেষজ্ঞদের ধারণা, শেষ পর্যন্ত আদালতেই গড়াতে পারে মার্কিন নির্বাচনের ফলাফল নির্ধারণের বিষয়টি।
ঠিকানা/এনআই