মার্কেলের বিয়েতে অংশ নিচ্ছেন না বাবা থমাস মার্কেল

ঠিকানা রিপোর্ট: ব্রিটেনের সংবাদ মাধ্যমকে ফাঁকি দিয়ে আত্মপরিচয় গোপন করা কোনক্রমেই সম্ভব নয়। সংবাদকর্মীদের অনুসন্ধিৎসু অভিযানের মুখে সকলের গ্লানিময় কিংবা গৌরবোজ্জ্বল অতীত নিখুঁত দর্পণের মত সর্বসম্মুখে ভেসে উঠে। আমেরিকার সাড়াজাগানো অভিনেত্রী মেঘান মার্কেলের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটছে না।
উল্লেখ্য, আমেরিকার চলচ্চিত্র জগতের সাড়া জাগানো অভিনেত্রী মেঘান মার্কেল এবং প্রিন্স হ্যারীর মালাবদল হচ্ছে ১৯ মে। দ্য রিয়্যাল ডিসফাংশনাল ফ্যামিলিজ অব আমেরিকা শিরোনামের রিয়্যালিটি শোর জননন্দিত অভিনেত্রী মার্কেলের সাথে প্রিন্স হ্যারীর বিয়েকে কেন্দ্র করে মার্কেলের পারিবারিক ব্যাপার-স্যাপার নিয়ে ব্রিটিশ ট্যাবলয়েডগুলো বিগত কয়েক মাস ধরে সোচ্চার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
বর্তমানে মেক্সিকোতে নীরব জীবনযাপন হলিউডের সাবেক লাইটিং পরিচালক মেঘান মার্কেলের ৭৩ বছর বয়স্ক পিতা থমাস মার্কেল সংশ্লিষ্ট কিছু অচাটুকারী প্রচার-প্রচারণা ১৪ মে বেদনাদায়ক ও বিশ্রী পরিস্থিতির দিকে গড়িয়েছে। থমাস মার্কেল মেক্সিকোর রসারিটোর এক ফটোগ্রাফারের সাথে ফটো ছাপানোর ব্যাপারে যড়যন্ত্র করেছিলেন বলে দ্য মেইলের একটি প্রবন্ধে রোববার প্রকাশ করা হয়। এতে মার্কলের পিতা এতই বিব্রতবোধ করছেন যে তিনি কন্যার বিয়েতে অংশ নিবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। ডেইলী মেইলের বর্ণনানুসারে, পিতা হিসেবে মেঘানের নিদারুণ যন্ত্রণা তাকে বিয়ের অনুষ্ঠানে অংশ গ্রহণ থেকে বিরত রেখেছে।
পিতামাতার বিয়ে-বিচ্ছেদ, বিচ্ছেদ হওয়া মায়ের জঠরে জন্ম নেয়া সহোদর-সহোদরাসহ মিশ্র গোষ্ঠীর্ভূক্ত আমেরিকান মিস মার্কেল পরিবারের রয়েছে অতীত ইতিহাস তেমন সুখকর ও প্রীতিপদ নয়। পিতা-মাতার বিচ্ছেদজনিত কারণে পিতা থমাস মার্কেল থেকে নিতান্ত শৈশবে বিচ্ছিন্ন হয়ে পড়েন মিস মার্কেল। পরবর্তীতে তাদের পুনর্মিলন এবং সম্পর্কের উন্নয়ন হয় এবং পিতা থমাস মার্কেল কন্যাকে গলিতে হাতে ধরে হাঁটাতে বলে জানা যায়।
প্রিন্স হ্যারীর দাদীমা কুইন্স দ্বিতীয় এলিজাবেথ ক্রোধান্বিত হওয়ায় এবং থমাস মার্কেলের অপর কন্যা সামান্তা মার্কেলকে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেয়ার থমাস মার্কেল কন্যার বিয়েতে যোগ দিবেন না বলে সর্বশেষ তথ্য থেকে জানা গেছে।