মার্চে ফের বাড়বে : ১৯ ডিসেম্বর থেকে ট্যাক্সির নতুন ভাড়া

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক সিটিতে ১৯ ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হচ্ছে। নিউইয়র্ক সিটির ট্যাক্সি লিমুজিন কমিশন (টিএলসি) ভাড়া, সারচার্জ বাড়ানো এবং এই বাড়তি ভাড়া কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ায় ট্যাক্সি ড্রাইভাররা খুশি। তবে যাত্রীরা কিছুটা অসন্তুষ্ট। কারণ একদিকে ইনফ্লাশনের কারণে তাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, অন্যদিকে বাড়তি ব্যয় হিসেবে ট্যাক্সি ভাড়া বাড়ছে। সাবওয়েতে নিরাপত্তাহীনতার কারণে এখন অনেকেই ট্যাক্সিসহ বিভিন্ন অ্যাপসভিত্তিক সার্ভিস ব্যবহার করছেন। ভাড়া বাড়ার কারণে তাদের অতিরিক্ত অর্থ গুনতে হবে। অন্যদিকে এই বাড়তি ভাড়া কার্যকর হতে যাওয়ার খবরে গ্রিন ক্যাব, ইয়েলো ট্যাক্সি ক্যাব এবং অ্যাপসভিত্তিক গাড়ির ড্রাইভাররা খুশি। তারা চেয়েছিলেন এমনভাবে যাতে ভাড়া বাড়ানো হয়, তারা সব খরচ বাদ দিয়ে ঘণ্টায় কমপক্ষে ২৫ ডলার করে বাসায় নিয়ে যেতে পারেন। এ নিয়ে আন্দোলনও চলছিল। এদিকে নির্ধারিত ভাড়ার বাইরেও কিছু সারচার্জ বেড়েছে। পাশাপাশি আগামী মার্চ মাস থেকে ইনফ্লাশনের কারণে আরো কিছু ভাড়া বাড়বে।
নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স সূত্র জানায়, নতুন ভাড়া ও সারচার্জ আগামী ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে। অ্যাপসভিত্তিক গাড়ি উবার ও লিফটে প্রতি মিনিটে ভাড়া বাড়ছে ৭.৪২ শতাংশ। এ ছাড়া ১ মার্চ থেকে ইনফ্লাশনের কারণে কস্ট অব লিভিং বাড়বে।
ইয়েলো ও গ্রিন কারের জন্য বেইজ ফেয়ার এখন ইনিসিয়াল ড্রপ ২.৫০ সেন্ট আছে, এটি হবে ৩ ডলার। ইউনিট (টাইম ও ডিসটেন্স) অনুযায়ী এখন আছে ০.৫০ সেন্ট, এটা হবে ০.৭০ সেন্ট। রাশ আওয়ারে সারচার্জ এখন আছে ১ ডলার, এটি হবে ২.৫০ ডলার। নাইট সারচার্জ এখন আছে ৫০ সেন্ট, এটি হবে ১ ডলার। জেএফকে-ম্যানহাটান এখন আছে ফ্লাট রেট ৫২ ডলার, এটি হবে ৭০ ডলার। রাশ আওয়ার জেএফকে-ম্যানহাটান এখন আছে সাড়ে চার ডলার, এটি হবে ৫ ডলার। নিউ লাগোর্ডিয়া-ম্যানহাটান সারচার্জ আগে ছিল না। এটি ১৯ ডিসেম্বর থেকে ৫ ডলার হবে। নিউইয়র্ক এয়ারপোর্ট সারচার্জ এখন আছে ১৭.৫০ ডলার, এটি হবে ২০ ডলার। টিআইএ এখন আছে ৩০ সেন্ট, এটি হবে ১ ডলার।
ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের লেবার অর্গানাইজার মোহাম্মদ টিপু সুলতান বলেন, আমরা আন্দোলন করছিলাম, যাতে করে একজন ড্রাইভার সব খরচ বাদ দিয়ে ঘণ্টায় ২৫ ডলার করে বাসায় নিয়ে যেতে পারেন। সেটি সম্ভব হচ্ছে না। আশা করা যাচ্ছে, আগামীতে এটি হবে। তিনি বলেন, এমটিএর ড্রাইভারদের বেতন ভালো, ২৩.৯৯ ডলার ঘণ্টায়। আমরা চাই এখন তাদের সমান হোক কিংবা ২৫ ডলার ঘণ্টায় যাতে নিতে পারে, সেই ব্যবস্থা করা হোক। এই বাড়তি ভাড়া যাত্রীদের ওপর বোঝা হয়ে দাঁড়াবে কি না জানতে চাইলে তিনি বলেন, যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে এটা ঠিক। কিন্তু তাদেরও আয় বাড়া দরকার। আসলে ইনফ্লাশনের কারণে সবাই সাফার করছে। খরচ বেড়েছে, কিন্তু আয় সেভাবে না বাড়ায় সমস্যা হচ্ছে।