ঠিকানা অনলাইন : কাতার বিশ্বকাপে টাইব্রেকারে নজর কেড়েছিলেন এমিলিয়ানো মার্টিনেস। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের অবদান গোলপোস্টে তার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতার পেছনেও অবদান গোলরক্ষকের হাত। প্রতিপক্ষ ফুটবলারের শট বাঁচানোর জন্য সব রকম কায়দা করেছেন মার্টিনেস। তার জন্য বিতর্কও হয়েছে। যে কারণে এবার বদলে যেতে পারে পেনাল্টির নিয়ম।
ফিফা সূত্রে এমনটাই শোনা যাচ্ছে । ফুটবলের সব নিয়মকানুন ঠিক করে ‘আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড’। তারা ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। পেনাল্টি নেওয়ার সময় গোলরক্ষকদের নড়াচড়ায় আরও বিধিনিষেধ আসতে পারে।
ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, নতুন নিয়ম আরও কঠিন হবে গোলরক্ষকদের জন্য। কারণ, সেই নিয়ম চালু হয়ে গেলে অবৈধভাবে স্ট্রাইকারকে বিরক্ত করা যাবে না। অযথা দেরি করাতে পারবেন না গোলরক্ষক। এ সংক্রান্ত নতুন নিয়মের খসড়া করে মার্চ মাসে লন্ডনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার বৈঠকে তা পেশ করা হবে বলে জানা গেছে।
দ্য সান লিখেছে, বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকার শুরু হওয়ার পরে দেখা গিয়েছিল মার্টিনেসের অনেক রূপ। কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি নিতে যাওয়ার সময় তিনি রেফারির কাছে বারবার অভিযোগ করছিলেন, বল ঠিক জায়গায় বসানো হয়েছে কি না তা দেখার। প্রথমবার রেফারি পাত্তা না দিলেও কোম্যানের পেনাল্টির আগেও মার্টিনেস একই অভিযোগ করায় রেফারি দেখতে গিয়েছিলেন ঠিক জায়গায় বল বসানো হয়েছে কি না। ঠিক তখনই কোম্যানের কাছে ছুটে গিয়েছিলেন মার্টিনেস। তার মুখের সামনে গিয়ে নানা রকম অঙ্গভঙ্গি করেছিলেন। তাতে কিছুটা হলেও মনোযোগ নষ্ট হয়েছিল কোম্যানের। তার নেওয়া শট বাঁচিয়ে দিয়েছিলেন মার্টিনেস।
শুয়ামেনি ফ্রান্সের হয়ে তৃতীয় পেনাল্টি নেওয়ার সময় অন্য কাণ্ড ঘটিয়েছিলেন মার্টিনেস। তিনি বল নিয়ে গোলবারের পেছনে থাকা আর্জেন্টিনা সমর্থকদের কাছে গিয়ে তাদের চিৎকার করতে বলেছিলেন। তার পরে শুয়ামেনিকে বল না দিয়ে অন্য দিকে ছুড়ে দিয়েছিলেন। বাধ্য হয়ে শুয়ামেনিকে বল আনতে হয়েছিল। এসব ঘটনায় তারও মনোযোগ নষ্ট হয়েছিল। বাইরে মেরেছিলেন তিনি।
ফ্রান্সের হয়ে শেষ পেনাল্টি নিতে এসেছিলেন কোলো মুয়ানি। তার কাছে গিয়েও অনেক কিছু বলেছিলেন মার্টিনেস। রেফারি বাধ্য হয়ে তাকে ঠেলে গোলপোস্টে নিয়ে যান। মার্টিনেসকে হলুদ কার্ডও দেখানো হয়েছিল।
টাইব্রেকারে মার্টিনেসের কর্মকাণ্ড নিয়ে বিশ্বকাপের পরে ফিফার কাছে অভিযোগ করে ফ্রান্স। তার পরই চিন্তাভাবনা শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। মার্টিনেসের কারণে এবার বদলে যেতে পারে পেনাল্টির নিয়মই।
ঠিকানা/এনআই