বিশ্বচরাচর ডেস্ক : অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে গত ১৮ ফেব্রুয়ারি
গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মালদ্বীপের একটি আদালত।
নিজের শাসনকালে ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটিকে চীনের ঘনিষ্ঠ মিত্রে পরিণত করা ইয়ামিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি এসওএফ প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি কোম্পানির মাধ্যমে ১০ লাখ ডলার সরকারি অর্থ তছরুপ করেছেন। মালদ্বীপের একটি দ্বীপে হোটেল নির্মাণ করতে ভূমি ইজারা দেয়ার নামে ওই অর্থ গ্রহণ করেছিলেন তিনি।
নিজের বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করছেন ইয়ামিন। গত ১৮ ফেব্রæয়ারি আড়াই ঘণ্টার রিমান্ড শুনানি শেষে সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতারে আদালতের নির্দেশনা প্রার্থনা করেন কৌঁসুলিরা। আদালতের নির্দেশনায় ইয়ামিনকে পুলিশি হেফাজতে নেয়ার নির্দেশ দেয়া হয়।
চলতি সপ্তাহে অর্থ পাচার মামলায় প্রাথমিক শুনানি শুরু হবে বলে আশা করা হচ্ছে। আগামী ৬ এপ্রিল মালদ্বীপে সংসদীয় নির্বাচন শুরু হওয়ার কথা, যেখানে প্রচারাভিযানে দুর্নীতিবিরোধী অবস্থান সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।