বিশ্বচরাচর ডেস্ক: ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে অস্বচ্ছতা ও বিরোধী নিপীড়নের অভিযোগের মধ্যেই আজ রবিবার মালদ্বীপে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। ভোট-ফলাফল জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, তা নিয়ে এরই মধ্যে দেখা দিয়েছে সংশয়।
অভিযোগ উঠেছে, এই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন দ্বিতীয় দফায় ক্ষমতায় থাকতে চাচ্ছেন। কারচুপির অভিযোগ তুললেও এই নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের দল।
২০০৮ সালের পর থেকে এই নিয়ে মালদ্বীপে তৃতীয়বার নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ২০১৩ সালের নির্বাচনে নাশিদকে পরাজিত করে ইয়ামিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে নাশিদের সমর্থকরা দাবি করেন, ওই নির্বাচন ছিল জালিয়াতির। প্রথম দফায় বিতর্কিত নির্বাচনে ক্ষমতায় এসেই ইয়ামিন বিরোধীদের ওপর খড়্গহস্ত হন।