ঠিকানা অনলাইন : মালয়েশিয়ায় এক নারীর অন্তর্বাস চুরির দায়ে হোসেন মো. ইকবাল (৩২) নামের এক বাংলাদেশিকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৬ জুন শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ স্ট্রেইটস টাইমস।
প্রতিবেদনে আরও বলা হয়, ইকবাল দুই সপ্তাহ আগে ৫৭ বছর বয়সী এক নারীর অন্তর্বাস চুরি করেন। ঘটনাটি ঘটে গত ৭ জুন, স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে।
সেদিন মালয়েশিয়ার জালান মের্দেকা এলাকার তামান হিলির কোটা-১-এর একটি অ্যাপার্টমেন্ট থেকে পাঁচ রিঙ্গিত মূল্যের একটি অন্তর্বাস চুরি করেন ইকবাল, বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ১১৬ টাকা।
সে ঘটনায় দায়ের করা মামলায় তিনি দোষী সাব্যস্ত হন। দেশটির আয়ার কেরোহ ম্যাজিস্ট্রেটের আদালত এ রায় দেন। নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, মামলাটির সত্যতা, আসামিদের আবেদন ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে ইকবালের সাজা ঘোষণা করেন ম্যাজিস্ট্রেট নুরুল আসিকীন রোজলি।
ইকবাল একটি বিনোদন আউটলেটে ওয়েটার হিসেবে কাজ করেন। এ মামলায় তার কোনো প্রতিনিধি ছিল না। তবে ভুক্তভোগী জানান, ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজে তিনি ইকবালকে অন্তর্বাস চুরি করতে দেখেন। এরপর তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।
এর আগে ডেপুটি পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ এহসান নাসারউদ্দিন বলেন, অভিযুক্তকে কারাগারে রাখা উচিত। কারণ তিনি উপদ্রব সৃষ্টি করতে পারেন এবং মুক্ত হলে অপরাধের পুনরাবৃত্তি হতে পারে। এরপর আদালত আসামিকে গ্রেপ্তারের তারিখ ১২ জুন থেকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।
ঠিকানা/এনআই