মালিক, সম্পাদকদের বৈঠক অনুষ্ঠিত

ঠিকানা রিপোর্ট : গত ২৫ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক থেকে প্রকাশিত ৯টি পত্রিকার সম্পাদক, মালিকদের মাসিক সভা অনুষ্ঠিত হয় দেশবাংলা পত্রিকার কনফারেন্স কক্ষে। সভায় যথারীতি পত্রিকা প্রকাশনায় বিভিন্ন সমস্যা এবং তার থেকে উত্তরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। নিউইয়র্কে পত্রিকা মুদ্রণের মূল্য আরেক দফা বাড়ানো এবং অনেক বিজ্ঞাপনদাতার সময়মতো অর্থ পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করা হয়। মালিক, সম্পাদকবৃন্দ বিজ্ঞাপনের ন্যূনতম মূল্য নির্ধারণ  বিষয়েও আলোচনা করেন। এর পাশাপাশি পত্রিকা প্রকাশনায় পেশাদারিত্ব সৃষ্টি, পত্রিকা বিতরণে আরো যত্নবান হওয়া, চাহিদার চেয়ে অতিরিক্ত পত্রিকা ছেপে বিভিন্ন গ্রোসারির মালিকদের বিরাগভাজন না হওয়ার বিষয়েও আলোকপাত করা হয়। মালিক, সম্পাদকবৃন্দ পারস্পারিক শ্রদ্ধাবোধ জিইয়ে রাখার ব্যাপারেও জোর দেন। তারা এই কম্যুনিটির বিনির্মাণে ও উন্নয়নে সংবাদপত্রগুলোর ভূমিকার কথা উচ্চারণ করে যে কোনো মূল্যে সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাপ্তাহিক আজকাল পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকোর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদকদণ্ডলীর সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীন, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, জন্মভূমি’র সম্পাদক রতন তালুকদার ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ।

অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান এবং বিশেষ কাজের কারণে থাকতে পারেননি সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান ও সাপ্তাহিক দেশবাংলা ও বাংলা টাইমস সম্পাদক ডা. চৌধুরী সারোয়ারুল হাসান।