মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ, ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : রাজধানীর মালিবাগ রেলগেটে আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেসের সঙ্গে দূরপাল্লার বাস সোহাগ পরিবহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাসটি যাত্রীশূন্য থাকায় কোনো হতাহত হয়নি। চালক ও সহকারী অক্ষত আছেন। সংঘর্ষের পর রেললাইনের ওপর বাসটি বিকল অবস্থায় আছে। ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশনগামী আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেসের সঙ্গে হালকা ঘষা লেগেছে। এতে কোনো হতাহত হয়নি। বর্তমানে বাসটি রেললাইনের ওপর আছে। সেটি সরানোর চেষ্টা করা হচ্ছে। রেলগেট খোলা থাকার কারণে আনুমানিক রাত ৯টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে মালিবাগ রেলগেট-সংলগ্ন সড়কগুলোতে যান চলাচল বন্ধ আছে। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

ঠিকানা/এনআই