ঠিকানা অনলাইন : চোট সতর্কতায় বিশ্রামে ছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্লে-অফ নিশ্চিত হলেও জিতলে শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে অনেকটাই এগিয়ে থাকত সিলেট স্ট্রাইকার্স। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরেছে তারা। টেবিল টপারদের হারে জমে উঠল কোয়ালিফায়ারে খেলার লড়াই।
১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে সিলেট। এক ম্যাচ কম খেলা ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স ১৪ পয়েন্ট নিয়ে পরের তিন ধাপে। সবার সামনেই এখন সেরা দুইয়ে থাকার সুযোগ।
৪ ফেব্রুয়ারি শনিবার মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটে খেলতে থাকে রংপুর। রনি তালুকদার ও নাঈম শেখরা মিলে তোলেন ঝড়। তাতে ৫৯ বলে উদ্বোধনীতে আসে ১০০ রানের জুটি। সেই জুটি ভাঙে রনির বিদায়ে। পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে ৩৫ বলে আট চার ও তিন ছক্কায় করেন ৬৬ রান।
তার বিদায়ের পর বেশিক্ষণ টিকেননি নাঈম শেখও। ৩২ বলে ছয় চার মেরে ৪৫ রান করে আউট হয়েছেন রেজাউর রহমান রাজার বলে।
নাঈম যখন বিদায় নেন, তখন রংপুরের প্রয়োজন ৪৬ বলে ৫৭ রান। শোয়েব মালিকের সঙ্গে অধিনায়ক নুরুল হাসান সোহান সেই পথটা পাড়ি দেন অনায়াসেই। ১২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যান তারা। মালিক অপরাজিত থাকেন ৩৯ রানে আর সোহান ১৭ রান করে।
এই জয়ে সিলেটের বিপক্ষে লিগ পর্বে অপরাজিতই থাকল রংপুর রাইডার্স। গত ২৭ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে তারা হারিয়েছিল স্ট্রাইকার্সকে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স ২ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। তৌহিদ হৃদয় সর্বোচ্চ ৮৫ ও মুশফিকুর রহিম ৫৫ রান করেন। ম্যান অব দ্য ম্যাচ হন রংপুরের রনি তালুকদার।
ঠিকানা/এনআই