ঠিকানা রিপোর্ট: সার্জিক্যাল মাস্ক পরে পুলিশের চোখে ধুলো মারতে সক্ষম হলেও মায়ের চোখকে ফাঁকি দিতে না পেরে শেষ পর্যন্ত আত্মসমর্পণে বাধ্য হয়েছে দুর্ধর্ষ ডাকাত মার্কেল রাউনট্রী । সাফক কাউন্টি ডিস্ট্রিক্ট এটর্নী টিম সিনি ৪ মে জানান যে আত্মসমর্পণের পর বেলপোর্টের বাসিন্দা ৫০ বছর বয়স্ক রাউনট্রীর বিরুদ্ধে প্রথম ডিগ্রী ডাকাতির ৫ কাউন্ট অভিযোগ আনয়ন করা হয়েছে।
পুলিশের ভাষ্যানুসারে, দুঃসাহসী রাউন্ট্রী সার্জিক্যাল মাস্ক ও গ্লাভস পরে ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মে পর্যন্ত ইস্ট প্যাটচগু, ইয়াফাঙ্ক ও হলব্রুকের ৭ ইলেভেনস ও গ্যাস স্টেশনসহ ৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে বন্দুক ব্যবহার করে ডাকাতি করেছিল। পুলিশ সর্বত্র গরু খোঁজা করেও দ্য কুকী ম্যান নামে পরিচিত রাউন্ট্রীকে গ্রেপ্তারে অক্ষম হয়ে অবশেষে তার সার্ভিল্যান্স ছবি প্রকাশ করেন। রাউন্ট্রীর ৮৮ বছর বয়স্কা জননী টিভিতে ছবি দেখার পর পুত্র শনাক্ত করতে সক্ষম হন এবং সঠিক কাজ করার জন্য রাউনট্রীকে নির্দেশ দেন। সেই মোতাবেক রাউনট্রী পুলিশের নিকট আত্মসমর্পণ করে বলে কর্তৃপক্ষ জানায়।
ল্যান্ডলর্ড জন ম্যাকগ্যারিটী জানান যে পিতার মৃত্যুর পর রাউনট্রী মাকে নিয়ে একত্রে বসবাস করে আসছে এবং বেকারীতে রাতের শিফটে কাজ করত। ইতোপূর্বে সে কোন ধরনের অপরাধে জড়িয়ে ছিল কি-না তা তার জানা নেই বলেও দাবি করেন ম্যাকগ্যারিটী। তার জামিনের শর্ত হিসেবে নগদ ১লাখ ২৫ হাজার ডলার কিংবা আড়াই লাখ ডলারের বন্ড ধার্য করা হয়েছে।