মা হচ্ছেন জেনিফার গেটস

ঠিকানা অনলাইন : মা হতে চলেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা গেটসের মেয়ে জেনিফার গেটস (২৬)। গত ২৫ নভেম্বর ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন জেনিফার। একটি ছবিও পোস্ট করেছেন জেনিফার। সেখানে স্বামী নায়েল নাসারের (৩১) সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকতে দেখা গেছে তাকে।

ছবির ক্যাপশনে লিখেছেন ‘কৃতজ্ঞ’। বিল গেটস অবশ্য মেয়ের ছবিতে কোনো মন্তব্য করেননি, তবে তার মা মেলিন্ডা কমেন্ট সেকশনে বলেছেন, অনাগত বাচ্চার সঙ্গে সাক্ষাৎ এবং তোমাদের দু’জনকে অভিভাবক হিসাবে দেখা আমার জন্য এর চেয়ে আনন্দময়, উত্তেজনাকর কোনো কিছু আর হবে না।

জেনিফার গেটসের স্বামী নায়েল নাসার মিসরীয় বংশোদ্ভূত এবং পেশায় একজন অশ্বারোহী ও অশ্বারোহণ প্রশিক্ষক। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ওয়েস্টচেস্টার জেলার নর্থ সালেম শহরে ১৪২ একরের একটি বাগানবাড়ি আছে বিল-মেলিন্ডা দম্পতির।

ঠিকানা/এম