মা হারালেন মাধুরী দীক্ষিত

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : মা হারালেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ১২ মার্চ রোববার সকালে অভিনেত্রীর মা স্নেহলতা দীক্ষিত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

মাধুরী দীক্ষিত এবং তার স্বামী শ্রীরাম নেনে এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের প্রিয় আই, স্নেহলতা দীক্ষিত, আজ সকালে তার প্রিয়জনদের ঘিরে শান্তিতে চলে গিয়েছেন।’

মাধুরীরা চার ভাইবোন। চার ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট মাধুরী। অভিনেত্রীর দুই দিদি এবং এক দাদা আছেন। গত বছর মায়ের ৯০ বছরের জন্মদিনে মাধুরী দীক্ষিত সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপূর্ণ পোস্ট করেছিলেন। লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আই। সবাই বলে একজন মায়ের সেরা বন্ধু তার মেয়ে। এর থেকে সঠিক আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা করেছ, যেসব পাঠ দিয়েছ, তোমার কাছ থেকে আমার জন্য সবচেয়ে বড় উপহার। আমি শুধু তোমার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি।’ সূত্র : ইন্ডিয়া টুডে

ঠিকানা/এনআই