ঠিকানা ডেস্ক: মিজৌরির রিপাবলিকান দলীয় গভর্নর এরিক গ্রীটেনসের পদত্যাগ ১ জুন কার্যকর হয়েছে। সাবেক হেয়ারড্রেসারের সাথে বিয়ে বহিভর্’ত অবৈধ যৌন সম্ভোগের তদন্ত এবং অভিশংসন প্রচেষ্টার পটভ’মিতে সাবেক রোডস স্কলার এবং ন্যাভী সীল গ্রীটেনসের আকস্মিক পদত্যাগের ঘোষণা রিপাবলিকান মহলকে বিস্ময়াভিভ’ত করেছে বলে ২ জুন জানা গেছে।
নিজস্ব প্রজ্ঞা এবং প্রতিভা বলেই গ্রীটেনস রিপাবলিকান শিবিরে উদীয়মান রাজনৈতিক তারকা হিসেবে আবিভর্’ত হয়েছিলেন। গভর্নর হিসেবে শপথ গ্রহণের ১৭ মাসের মাথায় প্রসেকিউটরস এবং স্টেট লেজিসলেটরদের সম্প্রসারিত তদন্তের মুখে ৪৪ বছর বয়স্ক গ্রীটেনসের পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। অবৈধ প্রণয় ছাড়াও গ্রীটেনস ক্যাম্পেইন ফাইন্যান্সিংয়ে আইন লঙ্ঘন করেছিলেন কি-না তদন্তকারীগণ তাও খতিয়ে দেখতে শুরু করেছেন বলে জানা গেছে। নিজস্ব জেফারসন সিটি দপ্তর থেকে পদত্যাগকারী গভর্নর গ্রীটেনস বলেন, আনীত অভিযোগ আমার পরিবারের সদস্যদের মনে অবর্ণনীয় চাপ সৃষ্টি করেছে। আমার এবং বন্ধুবান্ধবদের ব্যাপক ক্ষতিসাধনের জন্য পরিকল্পিত উপায়ে আক্রমণ চালানো হচ্ছে যা রীতিমত অসহনীয়। ২০১৫ সালে গভর্নর নির্বাচিত হওয়ার আগে নিজ গৃহে একজন মহিলার সম্মতি ছাড়া ছবি তোলার দায়ে সেন্ট লুইজের গ্র্যান্ড জুরি ২২ ফেব্রুয়ারি গ্রীটেনসকে গোপনীয়তায় অবৈধ অনুপ্রবেশের ফেলনীর ১ কাউন্টে অভিযুক্ত করেছিলেন। জুরি নির্বাচনের সময় অভিযোগটি খারিজ হয়ে গিয়েছিল। তবে স্পেশাল প্রসেকিউটর অভিযোগটি পুনরায় আনয়নের চেষ্টা করছে বলে জানা গেছে। এদিকে এপ্রিলে গ্রীটেনসের বিরুদ্ধে ফেলনীর অপর একটি অভিযোগ আনয়ন করা হয়েছে। তাতে অভিযোগ করা হয় যে ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহের লক্ষে তার প্রতিষ্ঠিত চ্যারিটির জন্য তিনি ডোনার তালিকা অন্যায়ভাবে ব্যবহার করেছিলেন। গ্রীটেনসকে অভিশংসন করা যায় কি-না তা নিয়ে আলোচনার জন্য মাত্র কয়েকদিন আগে মিজৌরি আইনসভার সদস্যগণ একটি স্পেশাল সভায় মিলিত হয়েছিলেন।