মিরসরাই সমিতির নতুন কমিটি গঠন

’নিউ ইয়র্ক : দীর্ঘ ২৫ বছরের ঐতিহ্যবাহী সংগঠন মিরসরাই সমিতি ইউএসএ এর নতুন কর্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭ টায় নতুন কর্যকরী কমিটি ও উপদেষ্টাদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। আগামী ২৪ নভেম্বর শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ব্যাপক প্রন্তুতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে সকল মিরসরাইবাসীকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, মিরসরাই সমিতি ইউএসএ ইনক এর ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি (২০১৮-২০) সালের জন্য গঠন করা হয়েছে। নতুন কার্যকরী কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন মো: আমজাদ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন রবিউল ইসলাম ভ্ূঁইয়া (মিল্টন)। অন্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি আসিফুর রহমান, সহসভাপতি ডা: রেজাউল করিম শামীম, সহসাধারণ সম্পাদক আরিফুল হাসান আরিফ, বেলাল আহমেদ, কোষাদক্ষ মো: সাইফুদ্দীন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আরিফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোবহান শিবলু আনোয়ার, সমাজকল্যান সম্পাদক নাছির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহির হোসেন, মহিলা সম্পাদিকা সম্পাদিকা নাসরিন আক্তার, সহ মহিলা সম্পাদিকা ডা: কাজি নাহার সুমি, দপ্তর সম্পাদক আনোয়ার ভূঁইয়া পারভেজ, সদস্য ইকবাল হায়দার চৌধুরি, মাষ্টার কলিম উল্যাহ, জিএম মোর্শেদ, কাজী সাইফুল আলম, আলিম উদ্দিন, মেসবাহ উল আলম ভূঁইয়া, জিয়াউর রহমান লাকি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সাবেক প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম ভূঁইয়া বলেন, আমরা মিরসরাইবাসী এক এবং ঐক্যবদ্ধ। প্রবাসে মিরসরাইবাসীর মধ্যে ভাতৃত্ববোধ তৈরি করতে আমরা সব সময় সচেষ্ট। মিরসরাই উপজেলা আমাদের মা। মায়ের সম্মান এবং উন্নয়ন ধরে রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। মিরসরাইযের যে কোন উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখতে পারলে মনের ভেতর অন্যরকম আনন্দ বিরাজ করে। তাই মিরসরাইবাসীর যে কোন আপদে বিপদে সাড়া দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। মিরসরাইতে ৫ হাজার গরীব দু:খী মানুষকে শীতবস্ত্র দেওয়া যায় কিনা সে বিষয়ে নতুন কমিটিকে অনুরোধ জানান। এ ছাড়া মিরসরাইতে মেধাবীদের বৃত্তি প্রদানে সার্বিক সহযোগিত দেবেন বলে আশ্বাস দেন। তিনি আরো বলেন, বাংলাদেশ সোসাইটি থেকে সভাপতি পদে মিরসরাইয়ের কৃতি সন্তান কাজী নয়ন প্রার্থী হয়েছেন। আমাদের সবার দায়িত্ব তাকে সহযোগিতা করা। ভোটের দিন নির্বাচনে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান।
শপথ অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা গোলাম সামদানি, উপদেষ্টা ও আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার ড. জাহাঙ্গীর আলম, উপদেষ্ট মিজানুর রহমান জাহাঙ্গীর, সেলিম চৌধুরি, মনির আহমেদ, মোরশেদ রেজবী চৌধুরি, পেন্সেলভেনিয়া বাংলাদেশ সোসাইটির সভাপতি মাহতাব উদ্দিন মিঠু, উপদেষ্টা আহমেদ হোসেন মুন্না, সাবেক সংসদ সদস্য ওবায়দুল হক খন্দকারের জামাতা মো: আজাদ ও এসএম আলমগীর প্রমুখ।
নব নির্বাচিত সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ভূঁইয়া (মিল্টন) বলেন, আমরা সমিতি পরিচালনার দায়িত্ব পেয়েছি বটে কিন্তু আপনাদের সহযোগিতা ও ভালবাসা ছাড়া নিতান্তই সংগঠন পরিচালনা দূরূহ হবে। তাই সবাইকে প্রাণবন্ত ভাবে সমিতির যে কোন বিষয়ে সাড়া দেওয়ার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।