মিশিগানে ফুড স্টাম্প গ্রহণে কাজ করা বাধ্যতামূলক

ঠিকানা রিপোর্ট: মিশিগানে প্রচলিত ফুড স্টাম্প প্রোগ্রামে পরিবর্তন আনা হয়েছে। ২ অক্টোবর প্রাপ্ত তথ্যানুসারে, ফুড স্টাম্প বেনিফিট প্রাপ্তি অব্যাহত রাখতে হলে কিছু সংখ্যক লোককে বাধ্যতামূলকভাবে কাজ শুরু কিংবা কমিউনিটি সার্ভিস করতে হবে।
মিশিগান হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্ট (এমডিএইচএইচএস) ফুড অ্যাসিস্ট্যান্স (খাবার সাহায্য) পাওয়ার বেলায় সকল সাহায্য গ্রহিতার জন্য সমগ্র স্টেট জুড়ে কাজ করার নতুন নীতিমালা কার্যকর করেছে। নীতিমালার আওতায় প্রত্যেককে গড়ে প্রতি মাসে সপ্তাহে ২০ ঘন্টা হারে কাজ, স্বেচ্ছাসেবা কিংবা কর্মপ্রশিক্ষণে অংশ নিতে হবে। তবে দৈহিক বা মানসিকভাবে পুরোপুরি বা আংশিক অক্ষম, অবসরভাতা প্রাপ্ত, শারীরিক অক্ষমতা বা অন্ধত্বের কারণে ডিজ্যবিলিটি ইন্স্যুরেন্স ও বেঁচে থাকাদের বাধ্যতামূলক কাজের চাহিদা পূরণ করতে হবেনা। সাপ্লিমেন্ট সিকিউরিটি ইনকাম বা স্টেট ডিজ্যবিলিটি অ্যাসিস্ট্যান্সপ্রাপ্ত, গর্ভবতী মহিলা, বেকারত্বের বেনিফিটের জন্য দরখাস্তকারী বা বেনিফিটপ্রাপ্ত, অ্যালকহল বা ড্রাগ চিকিৎসায় অংশগ্রহণকারী এবং পুনর্বাসন কর্মসূচির তালিকাভুক্ত, অর্ধেক সময় প্রশিক্ষণ এবং কলেজে অংশ নেয়া এবং ফুড অ্যাসিস্ট্যান্স চাহিদা পূরণকারী ছাত্র-ছাত্রী, অক্ষম লোকদের কিংবা ৬ বছরের কম বয়সীদের তত্ত্বাবধায়ক কিংবা ১৮ এর কম বয়সী বাচ্চাদের সাথে গৃহে বসবাসকারীরা কাজের চাহিদা থেকে অব্যাহতি পাবে। আগে নিয়মটি ১৪ টি কাউন্টির জন্য প্রয়োগ করা হলেও বর্তমানে সমগ্র মিশিগানের জন্য নিয়মটি কার্যকর করা হয়েছে।