ঠিকানা ডেস্ক : এক যুবকের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ২৯ সেপ্টেম্বর শনিবার মিসিসিপি অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এক ইমেইলে মিসিসিপি জননিরাপত্তা বিভাগের মুখপাত্র ওয়ারেন স্ট্রেইন জানিয়েছেন, ব্রুকহেভেনের একটি বাড়ি থেকে গুলি ছোড়া হয়েছে এমন অভিযোগ পেয়ে ওই বাড়িতে গিয়েছিলেন ওই দুই কর্মকর্তা। তারপর কী কারণে ওই দুই কর্মকর্তার সঙ্গে ২৫ বছর বয়সী ওই সন্দেহভাজনের গোলাগুলি শুরু হয় তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। গুলিবিদ্ধ কর্পোরাল জ্যাক মোয়াক (৩১) এবং টহলদার জেমস হোয়াইটকে (৩৫) ব্রুকহেভেন হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন স্ট্রেইন।
এ ঘটনায় সন্দেহভাজন মার্কুয়িস অ্যারন ফ্লাওয়ার্সও আহত হয়েছেন। যে বাড়িতে গোলাগুলির ঘটনাটি ঘটেছে তার কাছেই তিনি বসবাস করেন। আহত অবস্থায় তাকে ব্রুকহেভেন থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে জ্যাকসন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে ফ্লাওয়ার্সের আঘাত সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।