আনু মালিক বাদ : বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক আনু মালিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন একাধিক নারী। এ কারণে প্রচার চলতি গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল টেন’-এর বিচারকের আসন থেকে তাকে সরে দাঁড়ানোর জন্য বলা হয়েছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ থেকে ‘ইন্ডিয়ান আইডল টেন’-এর শুটিংয়ে থাকবেন না আনু মালিক। ৫৭ বছর বয়সী এ সঙ্গীত পরিচালককে এবারের আসরের আর কোনো পর্বে দেখা যাবে না। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এক বিবৃতিতে বলেছে, ‘ইন্ডিয়ান আইডল বিচারক প্যানেলে আনু মালিক আর নেই। তবে এ প্রতিযোগিতা অব্যাহত থাকবে।’ এ প্রসঙ্গে এক বিবৃতিতে আনু মালিক বলেন, ‘ইন্ডিয়ান আইডল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি কাজে মনোনিবেশ করতে পারছি না। চ্যানেলও আমার সঙ্গে একমত।’ ‘মি টু’ আন্দোলনের অংশ হিসেবে আনু মালিকের বিরুদ্ধে প্রথমে অভিযোগ তোলেন গায়িকা সোনা মহাপাত্র। পরে তার সঙ্গে যোগ দেন আরেক গায়িকা শ্বেতা পণ্ডিত।
ক্যাটরিনার সমর্থন : শক্তিমান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রী দত্ত যৌন হেনস্তার অভিযোগ আনার পর বলিউডে বইছে ‘মি টু’ ঝড়। সম্প্রতি এই আন্দোলনে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
তিনি বলেন, ‘আমি তনুশ্রীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ প্রথমবারের মতো তিনি যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন। তার দেখে এ অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস পেয়েছেন আরও অনেকেই।’
সঙ্গে ক্যাটরিনা যোগ করেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে, কেউ যেন আন্দোলনটির অপব্যবহার না করে। অনেকে আলোচনায় আসতেও অভিযোগ তুলতে পারেন।’ তবে নিজে কখনো এমন কোনো পরিস্থিতির মুখে পড়েছেন কি না সে বিষয়ে কিছুই বলেননি ‘টাইগার জিন্দা হ্যায়’ তারকা।
‘ওর হাতটা আমার পিঠে ওঠানামা করছিল’
অভিনেত্রী শ্রুতি হরিহরণের সোশ্যাল মিডিয়া পোস্টে # মি টু আন্দোলনে ফিল্ম ইন্ডাস্ট্র্রি আরো একটি নাম জুড়লো। এবার ৫৪ বছরের এক দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন ২৯ বছরের অভিনেত্রী শ্রুতি হরিহরণ। ঠিক দু’বছর আগের একটি ঘটনার কথা সামনে এনেছেন তিনি। দক্ষিণী অভিনেতা অর্জুন সারজা অভিনয়ের সুযোগে কীভাবে তাকে যৌন হেনস্তা করেছিলেন গত ২০ অক্টোবর নিজের ফেসবুক পোস্টে সে কথা সকলের সঙ্গে শেয়ার করেছেন তিনি।