মুকেশ আম্বানিকে হত্যার হুমকি

ঠিকানা অনলাইন : স্বাধীনতা দিবসে ফের হত্যার হুমকি পেলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। আজ ১৫ আগস্ট (সোমবার) সকালে রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে তিন মিনিটে মোট আটটি ফোন আসে। আম্বানি এবং তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মুম্বাইয়ের ডিবি মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মুম্বাই পুলিশ জানায়, আজ সকালে তিন মিনিটে কমপক্ষে আটবার রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ফোন আসে। ফোনে মুকেশ আম্বানি এবং তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। নম্বরটি অজানা ছিল সকলেরই। তড়িঘড়ি মুম্বাইয়ের ডিবি মার্গ থানায় অভিযোগ করা হয়। পুলিশও তড়িঘড়ি তদন্ত শুরু করে। এ ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বছর আম্বানির মুম্বইয়ের বাসভবন অ্যান্টিলার সামনে থেকে একটি স্করপিও গাড়ি থেকে ২০টি জিলোটিন স্টিক উদ্ধার হয়েছিল। হুমকি চিঠিও পাওয়া গিয়েছিল। এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হুমকি পেয়ে আতঙ্কিত আম্বানি পরিবার। নিরাপত্তাহীনয় ভুগছেন তারা। যদিও পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।

ঠিকানা/এম