নিউইয়র্ক : বাংলাদেশ ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার, নবোদয় হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক, টাঙ্গাইলের বাসাইল-সখিপুরের সর্বস্তরের প্রিয়মুখ মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক মিঞা ৮ এপ্রিল সোমবার ঢাকাস্থ ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৭ বৎসর। মৃত্যুকালে স্ত্রী আমেনা মালেক ও তিনযোগ্য সন্তান এবং দেশ বিদেশে অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। মরহুম মোঃ আব্দুল মালেক নিউইয়র্কভিত্তিক ইসলামিক টেলিভিশন আইটিইউএসএ এর নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ্ এর ভগ্নিপতি।
মরহুম মোঃ আব্দুল মালেক এর প্রথম জানাজা সকাল ৮:৩০ টায় নবোদয় হাউজিং বি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ঢাকা, দ্বিতীয় জানাজা বাদ জোহর বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ ও তৃতীয় জানাজা বিকাল ৪ টায় সখিপুর পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় বলে পরিবারিক সূত্রে জানা গেছে।
বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আব্দুল মালেক মিঞা আমেরিকা থেকে উচ্চ ডিগ্রি শেষে বাংলাদেশ ব্যাংকে জিএম হিসেবে কর্মজীবন সমাপ্ত করেন। তিনি টাঙ্গাইল সখিপুর বাসাইল মহিলা কলেজ, মাদ্রাসা, মসজিদ, বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্র সহ আত্ম মানবতার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। মরহুমের তিন সন্তান বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও উর্ধ্বতন সহকারী সচিব হিসেবে কর্মরত রয়েছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে ইতিমধ্যে বায়তুশ শরফ মসজিদের ইমাম জাকারিয়া মাহমুদ, দারুস সালাম মসজিদের ইমাম আব্দুল মুকিত, জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম আবু জাফর বেগ, দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শাইখ ইয়ামিন হোসাইন ও ছারছিনা শরীফের বড় হুজুর ইমাম শাহ মোহাম্মদ সাইফুল্লা ছিদ্দিকীসহ নিউইয়র্কের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।