
ঠিকানা অনলাইন : মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ মঞ্চে থাকা অতিথিরা। ব্যারিস্টার সুমন তার ফুটবল একাডেমির হয়ে খেলতে মুন্সিগঞ্জে গিয়েছিলেন।
১৯ মার্চ রোববার বিকেল পাঁচটার দিকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে সোনারং উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মুন্সিগঞ্জ রিপোর্টার ইউনিটির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। খেলা শেষে মঞ্চে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার সুমন। এ সময় হঠাৎ করে মঞ্চটি ভেঙে পড়ে।
ঠিকানা/এনআই