ঠিকানা রিপোর্ট : মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইন্কের বনভোজন গত ২৮ আগস্ট রোববার মারসের কাউন্টি পার্কে অনুষ্ঠিত হয়। বনভোজনে মুন্সিগঞ্জ ও বিক্রমপুরের প্রবাসীরা সপরিবারে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শাহনেওয়াজ, অ্যাটর্নি মঈন চৌধুরী, শাহ শহিদুল হক (সাঈদ) ও মির্জা আলাউদ্দিন আহমেদ। বনভোজনটি সফল ও সার্থক করার জন্য আয়োজকেরা চেষ্টা করেন এবং সফল হন। অতিথিরাও সন্তুষ্ট হন। রকমারি সব খাবারের আয়োজনের পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা ও র্যাফল ড্র। প্রবাসের শিল্পীরা সাংস্কৃতিক পর্বে অংশ নেন ও সংগীত পরিবেশন করেন। পিকনিকের আহ্বায়ক ছিলেন মো. ইকতারুজ্জামান (রতন), সিরাজুল ইসলাম খান ও মো. ফারুক হোসেন। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন এ তাহের রোকন, আমজাদ হোসেন সেলিম, মো. হাকিম আলি, আব্দুল কাইয়ূম মিয়া (স্বপন), গাজী বাদল, আশরাফ উদ্দিন খশরু, আরিফুর রহমান, আব্দুল করিম হাওলাদার, আলম খান, মাকসুদা আহাম্মেদ, মাসুদ রানা (তপন), যুগ্ম আহ্বায়ক এ ইসলাম মামুন, মানিক বাবু, সাইদুর রহমান লিঙ্কন, মো. মোসলে উদ্দিন, মো. আবুল বাশার, যুগ্ম সদস্যসচিব হাসান জামান, মো. দেলায়ার হোসেন শিপন, মনোয়ার মোর্শেদ, মো. খোরশেদ খন্দকার, তাজুল তালুকদার। সার্বিক সহযোগিতায় ছিলেন জোবাইদার আমিয়ান, নাজনিন ইসলাম আলেয়া, নাহিদা লোপা, মৌসুমী রহমান, আফরোজা হোসেন, জুলেখা আক্তার, নাদিরা হোসেন (শম্পা), রিমি উদ্দিন, কাদরিন জামান, সাঈদ ইকবাল হোসেন, তানিয়া হোসেন, সেলিম শেখ, জহির শেখ, আলমগীর ভূইয়া, ইশরাত নয়ন, মির্জা অনিক আহমেদ, আহাম্মেদ আল ওয়ারিশ, মায়ামি রহমান, সাঈদা আক্তার, নুসরাত জেরিন, শ্রাবণী আহমেদ, শাফায়েদ হোসেন, জেসমিন আলি, রুহুল তালুকদার, মনির তালুকদার, সৈয়দ রহমান (নিমবু), ইঞ্জিনিয়ার মো. তরিকুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিন, আব্দুল মজিদ খান (বারী), বাবুল আহাম্মেদ, আব্দুর রহিম হাওলাদার (ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ সোসাইটি), মো. মহিউদ্দিন দেওয়ান (সাবেক সভাপতি), রুহুল আমিন সিদ্দিকী (সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি), হুমায়ুন খান, সেলিম খান, মুক্তিযোদ্ধা আবুল বাসার (চুন্নু), প্রফেসর আশরাফ উদ্দিন চৌধুরী (বেনু), মো. ইকবাল হোসেন (সাবেক সাধারণ সম্পাদক), মির্জা গিয়াস উদ্দিন আহমেদ, তারেক হাসান খান, গিয়াসউদ্দিন চৌধুরী (ঝিনু), নাজমুল আলম শ্যামল, ডা. কামরুল হাসান খান, ডা. তারিকুল ইসলাম খান, ডা. রাশেদুল হাসান, নাসির উদ্দিন হিরু, মুক্তিযোদ্ধা আজিজুল হক, আব্দুল কুদ্দুস (কাজল), ভুলু মিয়া, এজেডএম জাহাঙ্গীর হাসাইন, কামরুল হাসান বাদল, কনক মোল্লা, শিপন খান, মনিরুজ্জামান খান ও আনোয়ার মজুমদার (ধলু)।

অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সকল অতিথিকে সংগঠনের সভাপতি মির্জা মনিরুজ্জামান শামীম, চেয়ারম্যান মো. শাহাদত হোসেন, কো-চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল র্যাফল ড্র। এটি পরিচালনা করেন সিরাজুল ইসলাম খান, শাহাদাত হোসেন ও আরিফুর রহমান।
র্যাফল ড্রতে ১৫টি পুরস্কার ছিল। এর মধ্যে ১ম পুরস্কার স্বর্ণের গহনা সেট, ২য় পুরস্কার নিউইয়র্ক-ঢাকা রিটার্ন টিকিট, ৩য় পুরস্কার ৫৫ ইঞ্চি টিভি, ৪র্থ পুরস্কার ৪৫ ইঞ্চি টিভি, ৫ম পুরস্কার ল্যাপটপ ১টি, ষষ্ঠ পুরস্কার ল্যাপটপ ২টি, সপ্তম পুরস্কার ৩টি, ৮ম পুরস্কার টিভি মাইক্রোওয়েব, ৯ম পুরস্কার এয়ার কন্ডিশন, ১০ম পুরস্কা ডিনার সেট, ১১তম পুরস্কার ব্লেন্ডার, ১২তম পুরস্কার ফ্যান, ১৩তম পুরস্কার আয়রন, ১৪তম পুরস্কার ফিল্টার জগ ও ১৫তম পুরস্কার ওয়াল ঘড়ি।