
ঢাকা অফিস : ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের বোর্ড চেয়ারম্যান ও রামিশা গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. নজরুল ইসলাম মুন্সীগঞ্জ জেলায় পর পর ৪র্থ বারের মতো এবারও সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে সরকারি স্বীকৃতি পেয়ে সম্মাননা সনদ ও ক্রেস্ট গ্রহণ করেছেন।
গত ১২ নভেম্বর, সোমবার, সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ আমন্ত্রণ কনভেনশন সেন্টারে আয়োজিত সম্মানীয় করদাতাদের সম্মাননা এবং সনদ প্রদান অনুষ্ঠান-২০১৮-এ প্রধান অতিথি এফবিসিসিআই’র পরিচালক এবং বিকেএমইএ’র সভাপতি এ কে এম সেলিম ওসমান এমপি এ সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন। কর অঞ্চল-নারায়ণগঞ্জ আয়োজিত সম্মানীয় করদাতাদের সম্মাননা এবং সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-নারায়ণগঞ্জ-এর কর কমিশনার রনজীত কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. আনিসুর রহমান বিপিএম পিপিএম (বার) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি খালেদ হায়দার খান কাজল।
মুন্সীগঞ্জ জেলায় পর পর ৪র্থ বারের মতো এবারও সর্বোচ্চ আয়কর প্রদানকারী জনাব মো. নজরুল ইসলাম মেঘনা ব্যাংকের পরিচালক হিসেবেও যুক্ত রয়েছেন। মুন্সীগঞ্জ জেলায় এবারও সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে মনোনীত হয়েছেন রামিশা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী তাসলিমা ইসলাম। তিনি মো. নজরুল ইসলামের সহধর্মিনী। তাসলিমা ইসলাম অনুপস্থিত থাকার কারণে তার পক্ষে সম্মাননা সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন তার বোন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালক মিসেস রাবেয়া বেগম। জেলায় সর্বোচ্চ করদাতা দম্পতি হিসেবে সরকার কর্তৃক এই স্বীকৃতিতে অনুষ্ঠানে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের উপস্থিত কর্মকর্তাগণ কোম্পানীর বোর্ড চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে তাৎক্ষণিক ফুলেল শুভেচ্ছা জানান।
সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে অনুভূতি ব্যক্ত করে বক্তব্যে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের বোর্ড চেয়ারম্যান ও রামিশা গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. নজরুল ইসলাম বলেন, দেশের উন্নয়নে সবাইকে নিয়মিত আয়কর পরিশোধ করা উচিত। নির্মিতব্য পদ্মা সেতু আমাদের গর্ব। এই সেতু আমাদের টাকায় তথা দেশের টাকায় নির্মিত হচ্ছে। এই আয়কর সপ্তাহ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। এতে দেশের অর্থভান্ডার সমৃদ্ধ হবে। দেশের সার্বিক উন্নয়ন কর্মকান্ড বৃদ্ধি পাবে।
সর্বোচ্চ আয়কর প্রদানকারী মো. নজরুল ইসলাম বাংলাদেশ এসোসিয়েন অব পাবলিক লিস্টেট কোম্পানি, অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স, কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ও বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সক্রিয় সদস্য। তিনি ভাইস চেয়ারম্যান হিসাবে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, প্রাইম মাল্টিমিডিয়া লি. এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভলপমেন্ট লি.-এ যুক্ত আছেন।
ফারইষ্ট ইসলামী সিকিউরিটিস লি., ফারইষ্ট ইসলামী প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান জনাব মো. নজরুল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রামিশা কোল্ড স্টোরেজ লি., পুনট কোল্ড স্টোরেজ লি., রামিশা এন্টারপ্রাইজ, রিমশা এন্টারপ্রাইজ, ফারইষ্ট কোল্ড স্টোরেজ লি., রামিশা কম্পোজিট টেক্সটাইল মিলস লি., অপসরা হোল্ডিংস লি., রামিশা বিডি লি., চঋও প্রোপার্টিজ লি., প্রাইম ইসলামী সিকিউরিটিজ লি., ফারইষ্ট সিকিউরিটিজ লি. ও রিমশা বিডি লিমিটেডের সাথেও সংযুক্ত রয়েছেন।