ঠিকানা রিপোর্ট: জ্যামাইকা হিলসাইডে সড়ক দুর্ঘটনার শিকার মুশরাত হকের অবস্থা উন্নতির দিকে। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকরা তাকে এখনও নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তার অবস্থার উন্নতি হওয়ায় তিনি এখন চিকিৎসকদের সঙ্গে ইশারাতে কথা বলছেন। তাকে তার হাতের দুটি ও তিনটি করে আঙ্গুল শো করার জন্য বললে শো করছেন। ডাকলেও সারা দিচ্ছেন। তবে মুখে কোন কথা এখনও বলতে পারছেন না। তাকে চিকিৎসকরা বিভিন্নভাবে পরীক্ষা করছেন। তার মেমোরী পুরোপুরি ঠিক আছে বলে মনে করছেন চিকিৎসকরা।
মুশরাতের চাচা মোকাদ্দেস বলেন, চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করছেন নিয়মিত। আমরাও প্রতিদিন হাসপাতালে গিয়ে তাকে দেখে আসছি। চিকিৎসকরা বলেছেন, সে সুস্থ হয়ে উঠছে। সেই জন্য আমরা আশা ফিরে পেয়েছি।
এদিকে মুশরাতের দুর্ঘটনার পর জ্যামাইকার হিলসাইডে আর যাতে সড়ক দুূর্ঘটনা র শিকার আর কেউ না হন সেই জন্য নিউইয়র্কে একটি মানবন্ধন করেছেন এখানকার কয়েকজন। গত ৩ এপ্রিল মঙ্গলবার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোকাদ্দেস বলেন, আমি ও আমরা বেশ কয়েকজন নিরাপদ সড়ক চাই এর দাবিতে মানববন্ধন করেছি। সেখানে আমরা দাবি জানিয়েছি, জ্যামাইকা হিলসাইডে সড়ক দুর্ঘটনা বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার। আমাদের দাবি ওখানে রাস্তায় গাড়ি চালানোর স্পিড লিমিট ২৫ থাকলেও তা অনেক সময় চালকরা মানেন না। তাই স্পিড লিমিট কমাতে হবে, সম্ভব হলে সেখানে সার্বক্ষণিক ট্রাফিকের ব্যবস্থা করতে হবে। যাতে করে সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এছাড়াও ওখানে সিগনাল বাতির বিষয়েও আমরা কথা বলেছি। তা হলো ওখানে যখন সিগন্যালে সবুজ বাতি জ্বলে তখন আবার ওয়াকিং লাইটও জ্বলে। এক মিনিটের যে বিরতি হওয়ার কথা সেটি আমরা মনে করছি ঠিকমতো হচ্ছে না। এই জন্য আমরা সেটিও বিবেচনা করার জন্য বলেছি। এছাড়াও আমাদের দাবি সেখানে একটি স্পীড ব্রেকার দেওয়া হোক।
তিনি জানান, মুশরাতের দুর্ঘটনার আগেও জ্যামাইকা হিলসাইডে একই স্থানে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এই জন্য সড়ক দুর্ঘটনারোধে আগামী ১৩ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা জ্যামাইকা মুসলিম সেন্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। নিরাপদ সড়ক চাই এর দাবিতে ওই সংবাদ সম্মেলনে জ্যামাইকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও মুসলিম সেন্টারের মুরব্বীগণ উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি বলেন, মেইন স্ট্রিমে যারা আছেন তাদের কানে দাবিগুলো পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সার্বিক পরিস্থিতি সেখানে তুলে ধরবেন।