মুসলিমদের মন জয়ে মহরমের অনুষ্ঠানে যোগ দিলেন মোদি

বিশ্বচরাচর ডেস্ক : হিন্দু সম্প্রদায়ের ভোটের মায়ার টানে ২০১৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির ছিল না কোনো মুসলিম প্রার্থী। নির্বাচন জয়ের পরে সে বছর ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আয়োজিত ইফতার পার্টিতেও যোগ দেননি তিনি। এবার মুসলিমদের ভোটের মায়ার টানেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে শরিক হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত ১৪ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে মহরম উপলক্ষে বোহরা সমাজের ৫৩তম ধর্মগুরুর প্রবচন অনুষ্ঠানে যোগ দিয়ে মোদি বললেন, বহরা সম্প্রদায়ের সঙ্গে তার অনেক পুরনো সম্পর্ক। তিনি এক প্রকার এই সমাজেরই অংশ হয়ে গেছেন।

মসজিদ প্রধান সাইদনা মুফাদ্দল সইফুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করেন মোদি। মোদির সঙ্গে ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সচরাচর মুসলিমদের কোনো অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় না। রাজনৈতিক মহলের মন্তব্য, এবার তা হলে বলা যেতেই পারে বিজেপি ভোটের বাজারে এ নিয়ে বড় একটি সিদ্ধান্ত নিলো।
মোদি ইন্দোরের অনুষ্ঠানে বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানই হলো ভারতের প্রকৃত শক্তির পরিচয়। শান্তি ও ঐক্য বজায় রাখার ক্ষেত্রে বোহরা সম্প্রদায়ের অবদান অনস্বীকার্য। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চিরকালই সরব বোহরা সমাজ। ভারতে সবাইকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য কাজ করছেন তারা। এটাই তাদের বিশেষত্ব।
ইন্দোর, উজ্জয়ন ও বুরহানপুর জেলায় বোহরা সম্প্রদায়ের আড়াই লাখ মানুষের বাস। মধ্যপ্রদেশে আর কিছুদিনের মধ্যেই বিধানসভা নির্বাচন ও এই সম্প্রদায়ের ভোটব্যাংক যথেষ্ট প্রভাব ফেলতে সক্ষম, দাবি বিরোধীদের।