মৃত্যুঘণ্টা

তুহীন বিশ্বাস :

ক্ষুধা ছড়িয়ে পড়ছে বস্তি থেকে রাস্তায়
দাউদাউ আগুন জ্বলছে এখানে-সেখানে;
আকাশে-বাতাসে ভাসে মানুষ পোড়া গন্ধ
ভয়ে কুঁকড়ে আছে পৃথিবীর সকল আত্মা।

দুঃসংবাদ ধেয়ে আসে সময়-অসময়েÑ
পূর্বাভাস জানা নাই অকেজো মেশিনের;
অলস পাহারাদার ফাঁকি দেয় কাজে
নির্ভরশীল মানুষের ঘুমে মৃত্যুঘণ্টা বাজে।

সোচ্চার হও হে ক্ষুধার্ত মানুষ যত,
সাবধান হও, নইলে প্রাণ যাবে শত শত।