
বিশ্বচরাচর ডেস্ক : মৃত সন্তান প্রসবের পর অল্পসময়ের ব্যবধানে গর্ভধারণ করতে হয় না, অন্তত এক বছর অপেক্ষা করতে হয় এত দিন এমন পরামর্শই দিতেন অনেক চিকিৎসক। কিন্তু সম্প্রতি একদল গবেষক দাবি করেছে, ফের গর্ভধারণের ক্ষেত্রে এক বছর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই।
গবেষণাটি করেছে যুক্তরাজ্যের একদল গবেষক। তাদের গবেষণা প্রতিবেদনটি ছাপা হয়েছে স্বাস্থ্যবিষয়ক বিশ্বখ্যাত সাময়িকী ‘ল্যানচেট’-এ। অস্ট্রেলিয়া, নরওয়ে ও ফিনল্যান্ডের সাড়ে ১৪ হাজার নারীর ওপর এ গবেষণা চালানো হয়, যারা মৃত সন্তান প্রসবের পর এক বছর না পেরোতেই ফের সন্তান নিয়েছে। গবেষণায় দেখা গেছে, ‘অপেক্ষা’ না করে সন্তান নেওয়ার পরও এসব নারীর বড় ধরনের কোনো সমস্যা হয়নি।
ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালেক্স হেজেল বলেন, ‘মৃত সন্তান প্রসবের পর দ্রæত সন্তান নেওয়ার ক্ষেত্রে নারীদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমি নারীদের উদ্দেশে বলব, আপনাদের মানসিক প্রস্তুতি নিতে যত দিন সময় লাগবে, শুধু তত দিন পর্যন্তই অপেক্ষা করতে পারেন। এর বেশি অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই।’
উল্লেখ্য, গর্ভধারণের ২২ সপ্তাহ পার হওয়ার আগে কোনো সন্তান মারা গেলে তাকে ‘মৃত সন্তান’ প্রসব বলা হয় না। যুক্তরাজ্যে গড়ে ২২৫ জন নারীর একজন মৃত সন্তান প্রসব করে। যদিও ২০০০ সাল থেকে দেশটিতে এই হার কমতে শুরু করেছে।