মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাবের কোচ ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক : মেক্সিকোর দ্বিতীয় স্তরের ক্লাব দোরাদোস দে সিনালোয়ার কোচের দায়িত্ব নিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বোকা জুনিয়র্স ও নাপোলির সাবেক তারকা ম্যারাডোনা ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন। সেবার কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নেয় লাতিন পরাশক্তিরা। দেশের হয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ম্যারাডোনা পরের আট বছরে সংযুক্ত আরব আমিরাতের দুটি ক্লাবে ছাড়া অন্য কোথাও কোনো দলের কোচের দায়িত্ব পাননি। সবশেষ সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ফুজাইরাহর কোচ ছিলেন ম্যারাডোনা। গত এপ্রিলে ক্লাবটির দায়িত্ব ছাড়েন তিনি। দোরাদোস ক্লাবটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়।