ঠিকানা অনলাইন : মধ্য মেক্সিকোর একটি বারে বন্দুক হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। এই হামলায় আহত হয়েছেন তিনজন। কারা কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। এক মাসের ব্যবধানে দেশটির গুয়ানাজুয়াতো রাজ্যে এটি দ্বিতীয় হামলার ঘটনা।
স্থানীয় সময় ১৫ অক্টোবর শনিবার ইরাপুয়াতো শহরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
পুলিশ বলছে, স্থানীয় সময় রাত আটটায় একটি সশস্ত্র দল বারে প্রবেশ করে। তারা বারে থাকা কাস্টমার ও স্টাফদের লক্ষ্য করে গুলি করে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দুটি মাদক কারবারি গ্রুপ ‘সান্তা রোসা দে লিমা’ ও ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের’ মধ্যে বিরোধের কারণে মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যটি একটি অন্যতম সহিংস রাজ্যে পরিণত হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে এই অঞ্চলে ২ হাজার ১১৫ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, ২০০৬ সালের ডিসেম্বরে মাদকবিরোধী অভিযান শুরু করেছিল মেক্সিকো সরকার। সে সময় দেশজুড়ে সহিংসতায় ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এসব অপরাধের বেশির ভাগকে ‘সংগঠিত অপরাধ’ বলে অভিহিত করেছে মেক্সিকো সরকার।
ঠিকানা/এনআই