ঠিকানা রিপোর্ট: আমেরিকার স্কুলগুলোতে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে। কোনভাবেই এই হামলা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফ্লোরিডার স্কুলে বন্দুক হামলার রেশ কাটতে না কাটতেই এবার মেরিল্যান্ডের ‘গ্রেট মিলস হাই স্কুল’এ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
গত ২০ মার্চ মঙ্গলবার সকালে এ হামলার ঘটনা ঘটে। সেন্ট মেরি কাউন্টির তথ্য বিভাগের এক কর্মকর্তা অ্যানড্রিউ পন্টি এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় হামলাকারী ১৭ বছর বয়সী অস্ট্রিন রোনেল স্কুল সিকিউনিটির গুলিতে নিহত হয়েছেন এবং ২ জন আহত হয়েছেন। যে ৩ জন আহত হয়েছেন তাদের মধ্যেই কেউ বন্দুকধারী ছিলেন কি না তা এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।
কাউন্টির পুলিশ প্রধান বলেন, অল্প কিছু সময়ের জন্য স্কুলে তালা লাগানো হয়েছে এবং স্কুলের শিক্ষার্থীরা স্কুল ত্যাগ করেছে এবং প¦ার্শবর্তী একটি স্কুলে অবস্থান নিয়েছে।
স্কুলের এক শিক্ষার্থী জনাথন ফ্রিসি বলেন, ঘটনার সময় তারা কয়েকজন স্কুলের গণিত শ্রেণীকক্ষে তালাবদ্ধ ছিল এবং সে তার মুঠোফোন দিয়ে সংবাদমাধ্যম সিএনএন’কে ঘটনার ব্যাপারে জানায়। পরে ঘটনাস্থলে পুলিশ আসে এবং তাদেরকে মুক্ত করে।
উল্লেখ্য, কিছুদিন আগে ফ্লোরিডার এক স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটলে ১৭ জন নিহত হয়েছিল। সিএনএন এর একটি গবেষণানুসারে, এ বছর দেমটির বিভিন্ন স্কুলে এখন পর্যন্ত মোট ১৬টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।