মেসিদের সাবেক গুরু হলেন ব্রাজিলে কোচ

হোর্হে সাম্পাওলি। ছবি : সংগৃহীত

ঠিকানা অনলাইন : আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক কোচ হোর্হে সাম্পাওলিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্লামেঙ্গো। ব্রাজিলের শীর্ষ এই ক্লাব গতকাল শুক্রবার জানায়, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সাম্পাওলির সঙ্গে চুক্তি করেছে তারা। খবর : ইএসপিএনের। কোপা লিবের্তাদোরেসের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো এর আগে সপ্তাহের শুরুতে তাদের পর্তুগিজ কোচ ভিতোর পেরেইরাকে বহিষ্কার করে। যেখানে গত জানুয়ারিতে পেরেইরা যোগ দেওয়ার পর ৪টি শিরোপাই খোয়ায় ফ্লামেঙ্গো।

এদিকে গত মার্চে স্প্যানিশ ক্লাব সেভিয়া বহিষ্কার করে ৬৩ বছর বয়সী সাম্পাওলিকে। হুলেন লোপেতেগিকে সরিয়ে তাকে দলের নেওয়ার ৬ মাসের মধ্যেই এমনটি ঘটল। তবে ব্রাজিলে এখনও সাম্পাওলির বহু সমর্থক রয়েছে। তিনি ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত সান্তোস ও অ্যাতলেতিকো মিনেইরোর দায়িত্বে ছিলেন। হেভিওয়েট এই কোচ চিলি, আর্জেন্টিনা ও অলিম্পিক মার্সেইর মতো দলের দায়িত্বেও ছিলেন।

ঠিকানা/এম